সোমবার, ৭ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

ভিনিসিয়ুসের পেনাল্টি মিসে রিয়ালের হার

Nasir Uddin | প্রকাশিত: ৬ এপ্রিল ২০২৫, ১২:১৭

ছবি: রয়টার্স

লা লিগায় ৩০তম রাউন্ডের খেলায় ভ্যালেন্সিয়ার কাছে রিয়াল মাদ্রিদ হেরেছে। পুরো ম্যাচের বড় অংশ জুড়ে থাকবে হয়ত ভিনিসিয়ুস জুনিয়রের পেনাল্টি মিসের গল্প। ওই পেনাল্টি মিসই গড়ে দেয় ব্যবধান। নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ভ্যালেন্সিয়ার কাছে ২-১ গোলে হেরেছে কার্লো আনচেলত্তির দল।

রিয়াল মাদ্রিদের জার্সিতে এদিন ২০০তম লা লিগা ম্যাচ খেলতে নেমেছিলেন ভিনি জুনিয়র। সেটাকে রাঙিয়ে রাখতে পারতেন ম্যাচের ১০ মিনিটেই। কিলিয়ান এমবাপ্পের সুবাদে পেনাল্টি আদায় করে নেয় রিয়াল মাদ্রিদ। কিন্তু ব্রাজিলিয়ান তারকার দুর্বল শট সহজেই রুখে দেন মামারদিশভিলি।

এর দুই মিনিট পরেই মুকতার দিয়াখাবির গোলে এগিয়ে যায় ভ্যালেন্সিয়া। কর্নারে উড়ে আসা বল দারুণ হেডে জালে পাঠান দিয়াখাবি। রিয়ালের নিয়মিত দুই গোলরক্ষক থিবো কোর্তোয়া ও আন্দ্রি লুনিনের চোটে সুযোগ পাওয়া ফ্রান গন্সালেস কোনো রিফ্লেক্সই দেখাতে পারেননি এই আক্রমণে।

বিরতির পর ৫০তম মিনিটে রিয়াল সমতায় ফেরে সেই ভিনির সৌজন্যেই। লুকা মদরিচের কর্নার থেকে জুড বেলিংহামের পাস পেয়ে এবার আর ভুল করেননি ব্রাজিল তারকা।

এরপর বেশ কয়েকটি গোলের সুযোগ নষ্ট করা রিয়াল গোল খেয়ে বসে যোগ করা সময়ের ৫ মিনিটে। রাফা মিরের দুর্দান্ত এক ক্রসে হেড করে গোল করে বদলি খেলোয়াড় উগো দুরো।

এই হারে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সুবিধা করে দিল রিয়াল। ৩০ ম্যাচে পাঁচটিতে হারা রিয়ালের পয়েন্ট ৬৩। এক ম্যাচ কম খেলা বার্সার পয়েন্ট। রাতে রিয়াল বেতিসকে হারালে ব্যবধানটা ৬ করে ফেলবে বার্সেলোনা।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top