শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

রাজনীতিতে আসা ভুল ছিল না, কেন বললেন সাকিব

রাজীব রায়হান | প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৫, ১৮:৫১

ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানের সময় নীরব ভূমিকা ছিল সাকিব আল হাসানের। পাশাপাশি সাকিবের বেশ কিছু কর্মকান্ড বেশ বিতর্কের জন্ম দিয়েছিল। জুলাইয়ে পুরো দেশ যখন আন্দোলনে উত্তাল, তখন সাকিব ও তার স্ত্রীর কানাডায় সাফারি পার্কে ঘুরার ছবি সামাজিক মাধ্যমে দিয়ে থাকেন। সে সময় যা বেশ বিতর্কের জন্ম দিয়েছিল। এছাড়া এক দর্শকের সঙ্গে বাগ-বিতণ্ডায়ও জড়িয়েছিলেন তিনি।

দেশের একটি ইংরেজি দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে সাকিব কথা বলেছেন এসব বিষয় নিয়ে। পাশাপাশি কথা বলেছেন রাজনীতিতে নাম লেখানোর বিষয় নিয়েও। তার রাজনীতিতে আসার সিদ্ধান্ত ভুল ছিল না বলেও দাবি করেছেন সাকিব। বরং তিনি জানিয়েছেন, আবার নির্বাচন করলেও তিনিই জিতবেন।

সাকিব বলেন, দেখুন, ব্যাপারটা হলো, রাজনীতিতে যোগ দেওয়া যদি আমার জন্য ভুল হয়ে থাকে, তবে ভবিষ্যতে যে কেউ রাজনীতিতে যোগ দিলে সেটাও ভুলই হবে। ডাক্তার, ব্যারিস্টার, ব্যবসায়ী—যে কেউ রাজনীতিতে যোগ দিলেই ভুল হতে পারে।

রাজনীতিতে যোগ দেওয়া যেকোনো নাগরিকের অধিকার এবং যে কেউ তা করতে পারে। মানুষ আপনাকে ভোট দেবে কি দেবে না, সেটা তাদের ব্যাপার। আমি যখন যোগ দিয়েছিলাম, তখন আমি সঠিক ছিলাম বলে মনে করি এবং আমি এখনো বিশ্বাস করি যে আমি সঠিক ছিলাম। কারণ, আমার উদ্দেশ্য ছিল মাগুরার মানুষের জন্য কাজ করা। আমি অনুভব করেছি, আমি তাদের জন্য কিছু করতে পারি। আমি এটাও অনুভব করেছি যে মাগুরার মানুষ আমাকে চেয়েছিল।

সাকিব বলেন, যখন আমি নির্বাচনে দাঁড়াই, তখন আমি মাগুরার মানুষের সেবা করার সুযোগ চেয়েছিলাম। মানুষ আমাকে সেই সুযোগ দিয়েছিল। দুর্ভাগ্যবশত, আমি তাদের যেভাবে সেবা করতে চেয়েছিলাম, সেভাবে পারিনি। এটা আমি মেনে নিয়েছি।’

তিনি বলেন, ‘দেখুন, অনেকে বলতে পারে আমার রাজনীতিতে আসার সিদ্ধান্ত সঠিক ছিল না। কিন্তু যারা এসব বলছে, তাদের বেশির ভাগই আমার এলাকার ভোটার নয়। মাগুরার ভোটাররা ভিন্নভাবে চিন্তা করে। আমি এখনো বিশ্বাস করি, যদি আজ আবার নির্বাচনে অংশ নিই, তবে মাগুরার মানুষ আমাকেই আবার ভোট দেবে। কারণ, তারা বিশ্বাস করে আমি তাদের জন্য কিছু করতে পারব। এটা আমার বিশ্বাস এবং আমি এ জন্যই রাজনীতিতে এসেছি।’



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top