দলের হাল ধরে অভিষেক সেঞ্চুরি তুললেন মায়ের্স

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৭ ফেব্রুয়ারী ২০২১, ২১:২০

দলের হাল ধরে অভিষেক সেঞ্চুরি তুললেন মায়ের্স

জানুয়ারিতে বাংলাদেশ সফর দিয়ে ওয়ানডেতে অভিষেক হয়েছিল কাইল মায়ের্সের। চট্টগ্রামে ২৮ বছর বয়সী এই ব্যাটিং অলরাউন্ডার প্রথমবারের মতো সাদা পোশাকে নেমিছিলেন। প্রথম ইনিংসে ৪০ রানে আউট হলেও দ্বিতীয় ইনিংসে তুলে নিয়েছেন সেঞ্চুরি।

৩৯৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ইনিংসে দলীয় ৩০ রানে জন ক্যাম্পবেল, ৪৮ রানে ক্রেইগ ব্যার্থওয়েট ও ৫৯ রানে আউট হয়েছিল শায়ানে মোসলে। তিনটি উইকেটই তুলে নিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ।

রোববার (০৭ ফেব্রুয়ারি) পঞ্চম দিনে উইন্ডিজদের প্রয়োজন ছিল ২৮৫ রান। আগের দিনের দুই ব্যাটসম্যান এনক্রুমা বোনার ও কাইল মায়ার্সের মাঠে নেমে দলকে নিয়ে যাচ্ছেন এগিয়ে।

৮৪ ওভার পর তিন উইকেটে ক্যারিবিয়ানদের সংগ্রহ দাঁড়িয়েছে ২২৯ রান। জিততে প্রয়োজন ১৬৬ রান।

১৯৪ বলে ৬০ রান করেছেন বোনার। অন্যদিকে ১৮৩ বলে ১০৬ রান করে ক্রিজে রয়েছেন মায়ের্স।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top