৭ বছর পর জিম্বাবুয়ের কাছে হারলো বাংলাদেশ
Nasir Uddin | প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৫, ২১:১৭

প্রায় ৭ বছর পর বাংলাদেশের বিপক্ষে টেস্ট জয়ের স্বাদ পেল জিম্বাবুয়ে। মিরাজের বলে রিভার্স সুইপ বাইন্ডারি মেরে জিম্বাবুয়ের কাঙ্ক্ষিত জয় এনে দেন মাধেভেরে। দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য ১৭৪ রানের লক্ষ্যে পৌঁছাতে ৭ উইকেট হারাতে হয়েছে। সিলেট টেস্টে বাংলাদেশকে ৩ উইকেটে হারিয়েছে সফরকারীরা।
এই জয়ে সিরিজে ১-০তে এগিয়ে গেল তারা। এতে বছরের হিসেবে ৭ বছর পর টেস্টে টাইগারদের পরাস্ত করল জিম্বাবুয়ে। আর এই জয়ের অন্যতম নায়ক ব্লেসিং মুজারাবানি। প্রথম ইনিংসে ৩ উইকেট ও দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট শিকার করেছেন এই তারকা পেসার। তার এই আগুনে বোলিংয়ে ম্যাচ থেকে ছিটকে গেছে টাইগাররা।
এর আগে সিলেটে টস জিতে আগে ব্যাট করতে নেমে নিজেদের প্রথম ইনিংসে ১৯১ রানে অলআউট হয় বাংলাদেশ। জিম্বাবুয়ে প্রথম ইনিংসে ২৭৩ রান তুলে নেয়। ৮২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে ২৫৫ রানে থামে শান্তর দল। জবাবে ৭ উইকেট হারিয়ে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যায় রোডেশিয়ানরা।
দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য ১৭৪ রানের লক্ষ্যে খেলতে নেমে উড়ন্ত শুরু পায় জিম্বাবুয়ে। দুই ওপেনার ব্রায়ান বেনেট ও বেন কারান রীতিমতো ঝড় তোলেন।
সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও ৫টি উইকেট পান মিরাজ।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশে ১ম ইনিংস ৬১ ওভারে ১৯১/১০: (জয় ১৪, সাদমান ১২, মুমিনুল ৫৬, শান্ত ৪০, মুশফিকুর ৪, জাকের ২৮, মিরাজ ১, তাইজুল ৩, হাসান ১৯, খালেদ ৪*, নাহিদ ০)
জিম্বাবুয়ে ১ম ইনিংসে ৮০.২ ওভারে ২৭৩/১০: (বেনেট ৫৭, কারেন ১৮, নিক ২, উইলিয়ামস ৫৯, আরভিন ৮, মাধিভেরে ২৪, মায়াভো ৩৫, মাসাকাদজা ৬, নাগারভা ২৮*, মুজারবানি ১৭, নিয়াউছি ৭)
বাংলাদেশ ২য় ইনিংসে ৭৯.২ ওভারে ২৫৫/১০: (সাদমান ৪, জয় ৩৩, মুমিনুল ৪৭, শান্ত ৬০, মুশফিক ৪, জাকের ৫৮, মিরাজ ১১, তাইজুল ১, হাসান ১২, খালেদ ০, নাহিদ ০*)
জিম্বাবুয়ে ২য় ইনিংসে ৫০.১ ওভারে ১৭৪/৭: (বেনেট ৫৪, কারেন ৪৪, ওয়েলচ ১০, উইলিয়ামস ৯, আরভিন ১০, মাধেভেরে ১৯*, মায়াভো ১, মাসাকাদজা ১২, রিচার্ড ৪*)
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।