সাতটি সুপার বোল চ্যাম্পিয়নশিপ জিতলেন টম ব্র্যাডি

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৯ ফেব্রুয়ারী ২০২১, ১৭:৫৭

সাতটি সুপার বোল চ্যাম্পিয়নশিপ জিতলেন টম ব্র্যাডি

মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বার্ষিক ক্রীড়া উৎসব, সুপার বোল ২০২১ চ্যাম্পিয়ন শিরোপা জিতে নিল ট্যাম্পা বে বুকানিয়াররা। ক্যানসাস সিটি চিফস কে ৩১-৯ ব্যবধানে হারিয়ে বুকস দ্বিতীয় বারের মতো সুপার বোল চ্যাম্পিয়ন তকমা পেল তারা।

সুপার বোল ইতিহাসে বুকানিয়াররাই হোম স্টেডিয়ামে ফাইনাল জেতা প্রথম দল। এছাড়া কোয়ার্টারব্যাক টম ব্র্যাডি এনএফএল ইতিহাসের প্রথম খেলোয়াড়, যিনি ক্যারিয়ারে সাতটি সুপার বোল চ্যাম্পিয়নশিপ জেতার রেকর্ড গড়লেন।

ফ্লোরিডার ট্যাম্পার রেমন্ড জেমস স্টেডিয়ামে জাতীয় ফুটবল লীগ (এনএফএল)-এর আয়োজনে রোববার স্থানীয় সময় সন্ধ্যা ঠিক সাড়ে ৬টায় ট্যাম্পা বে বুকানিয়ারের মুখোমুখি হয়েছিল ক্যানসাস সিটি শেফস। নজিরবিহীন নিরাপত্তা আর চরম স্বাস্থ্য সতর্কতার মধ্যে অনুষ্ঠিত হয়েছে এবারের ৫৫তম এই সুপার বোল আসর। এবারের সুপার বোল আসরের বিরতিতে পারফর্ম করেন কানাডিয়ান গায়ক দ্যা উইকেন্ড।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top