তামিম ইকবাল বিসিবি নির্বাচনে, ভবিষ্যতে সভাপতির লক্ষ্য

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩১ আগষ্ট ২০২৫, ১২:৪৮

ছবি: সংগৃহীত

আসন্ন বিসিবি নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন সফল ওপেনার তামিম ইকবাল। তবে সরাসরি সভাপতি পদে নির্বাচন করা সম্ভব নয়। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, প্রথমে পরিচালক হিসেবে নির্বাচিত হতে হবে, তারপরই সভাপতি হওয়ার পথ উন্মুক্ত হয়।

এক সাক্ষাৎকারে তামিম বলেন—আমি এবার নির্বাচন করছি। ক্রিকেটে বিনিয়োগ করেছি, দুটি ক্লাবের সঙ্গে জড়িত আছি, ফলে কাউন্সিলর হবই।

তামিমের এই ঘোষণার ফলে বোর্ডের অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন মাত্রা যোগ হয়েছে। দেশের সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন পদত্যাগ করার পর ফারুক আহমেদ নিয়োগ পান, কিন্তু ৯ মাসের মধ্যে পদত্যাগ করতে বাধ্য হন। বর্তমানে সভাপতির দায়িত্ব পালন করছেন আমিনুল ইসলাম বুলবুল।

বিশ্লেষকরা বলছেন—তামিম ইকবালের জনপ্রিয়তা, ক্রিকেট জ্ঞান ও অভিজ্ঞতা তাকে বোর্ড পরিচালনার জন্য একটি শক্তিশালী প্রার্থী হিসেবে তুলে ধরে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top