এশিয়া কাপ
অভিষেক শর্মার ঝড়ো ফিফটির সাহায্যে ভারত ২০২ রানে পৌঁছালো
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০০:১৬

এশিয়া কাপ ২০২৫-এর সুপার ফোরের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের ব্যাটিং আক্রমণ ছিল একদিকে ঝড়ো, অন্যদিকে কৌশলী। অভিষেক শর্মা যেন সব আলো নিজের দিকে টানার মিশনে নামলেন। বাঁহাতি এই ওপেনার খেললেন মাত্র ৩১ বলে ৬১ রানের দাপুটে ইনিংস, যেখানে ছিল ১০টি বাউন্ডারি।
টস জিতে শ্রীলঙ্কার অধিনায়ক চরিথ আসালাঙ্কা প্রথমে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নেন, কিন্তু ভারতের ব্যাটসম্যানরা সেই সিদ্ধান্তকে পরিণত করলেন ভয়ংকর বুমেরাংয়ে। ম্যাচের শুরুতে দ্বিতীয় ওভারে শুভমান গিল মাত্র ৪ রানে মহেশ থিকশানার বলে আউট হয়ে যান। স্কোর তখন মাত্র ১৫।
এরপর ম্যাচের রূপ পাল্টে দেন অভিষেক। অধিনায়ক সূর্যকুমার যাদবের সঙ্গে গড়ে তোলেন ৫৯ রানের জুটি। যদিও সূর্যকুমার ১৩ বলে ১২ রান করে হাসারাঙ্গার বলে আউট হন, অভিষেকের ব্যাট তখনও ঝলমল করছে। নবম ওভারে আসালাঙ্কার বলে আউট হওয়ার আগে ৬১ রানের দাপুটে ইনিংস ভারতের স্কোরকে নিরাপদ উচ্চতায় নিয়ে যায়।
এরপর ভ্রমা ও স্যামসনের জুটি ভারতকে দুইশোর দোরগোড়ায় পৌঁছে দেয়। তিলক ভর্মার সঙ্গে চতুর্থ উইকেটে ৬৬ রানের পার্টনারশিপ গড়েন স্যামসন, ২৩ বলে ৩৯ রান করে ইনিংসকে শক্তিশালী করেন। অন্যদিকে ভর্মা ৩৪ বলে ৪৯ রানে অপরাজিত থেকে শেষ ওভারগুলোতে দলের রান বাড়ান। অলরাউন্ডার অক্ষর প্যাটেলও ১৫ বলে ২১ রানে অপরাজিত থাকেন।
শেষ পর্যন্ত ২০ ওভারে ভারতের স্কোর থামে ২০২/৫-এ। শ্রীলঙ্কার পক্ষে মহেশ থিকশানা, চামিরা, হাসারাঙ্গা, আসালাঙ্কা ও দাসুন শানাকা প্রত্যেকে এক উইকেট নেন।
অভিষেকের ঝড়ো ফিফটির সঙ্গে ভ্রমার ধৈর্যপূর্ণ ইনিংস ভারতকে কঠিন রানের পাহাড়ে নিয়ে গেছে। এখন দেখার বিষয়, লঙ্কান ব্যাটাররা ভারতীয় বোলিংয়ের সামনে কীভাবে লড়াই করে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।