উয়েফার পদক্ষেপ: ইসরাইলকে নিষিদ্ধ করার পথে ইউরোপীয় ফুটবল
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪:১২

ইউক্রেন আগ্রাসনের পর রাশিয়াকে নিষিদ্ধ করেছিল উয়েফা। এবার সদস্য দেশগুলোর তীব্র চাপের মুখে গাজায় আগ্রাসনের জেরে ইসরাইলকে ইউরোপীয় ফুটবল থেকে নিষিদ্ধ করার কথা ভাবছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা।
বার্তা সংস্থা এপি জানিয়েছে, উয়েফা ইসরাইলকে সাময়িকভাবে বহিষ্কার করার প্রস্তাবে ভোট আয়োজনের পথে হাঁটছে। নির্বাহী কমিটির বেশিরভাগ সদস্যই নিষেধাজ্ঞার পক্ষে থাকতে পারেন।
এই সিদ্ধান্ত কার্যকর হলে ইসরাইল জাতীয় দল ও তাদের ক্লাবগুলো আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না। সেক্ষেত্রে, নরওয়ে ও ইতালির বিপক্ষে তাদের আসন্ন বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচগুলোও বাতিল হতে পারে।
অন্যদিকে, বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা এখনও নীরব। ২০২৬ বিশ্বকাপের আয়োজক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফিফা সভাপতি ইনফান্তিনোর ঘনিষ্ঠতার কারণেই ফিফা পদক্ষেপ নিতে গড়িমসি করছে বলে মনে করা হচ্ছে।
তবে পরিস্থিতি বদলাতে পারে। বর্তমান বিশ্ব র্যাঙ্কিংয়ের এক নম্বর দল স্পেন ইঙ্গিত দিয়েছে, ইসরাইল বিশ্বকাপে উঠলে তারা বয়কট করতে পারে। আরও কয়েকটি দেশ একই পদক্ষেপের ঘোষণা দিতে পারে। এর ফলে ফিফার ওপরও চাপ তৈরি হবে। উয়েফার সম্ভাব্য এই সিদ্ধান্ত আন্তর্জাতিক ফুটবলে নতুন বিতর্কের জন্ম দিতে চলেছে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।