মদ-তামাকে মজে থাকেন নেইমার, ভোর ৫টার আগে ঘুমাতে যান না?

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৪৩

ছবি: সংগৃহীত

ব্রাজিলের ফুটবল তারকা নেইমারের মাঠের বাইরের জীবনও সমান বিতর্কের। সম্প্রতি তাকে ঘিরে নতুন করে শোরগোল সৃষ্টি হয়েছে এক সাংবাদিকের দাবি নিয়ে।

সৌদি ক্লাব ছেড়ে দ্বিতীয়বার সান্তোসে ফেরার পর নেইমারকে নিয়ে নতুন অভিযোগ তুলেছেন ব্রাজিলিয়ান সাংবাদিক রদ্রিগো গোমেজ। তিনি তার ইউটিউব চ্যানেল ফুটেবোটেকো’তে বলেছেন, নেইমার নাকি হুইস্কি, এনার্জি ড্রিঙ্কস ও হুক্কায় আসক্ত, এবং রাতের ভোর ৪-৫টা পর্যন্ত জেগে থাকেন। এর কারণে অনুশীলনের সময়ও সকাল ১০-১১টার পর নির্ধারণ করতে হয় বলে অভিযোগ।

গোমেজের এই বক্তব্যের পর সান্তোস ক্লাব এবং অনুরাগীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তবে নেইমারের পরিবার পরিচালিত এনআর স্পোর্টস অভিযোগটি মিথ্যা ও মানহানিকর উল্লেখ করে জানিয়েছে, “রদ্রিগো গোমেজের বিরুদ্ধে সব ধরনের ফৌজদারি ও দেওয়ানি ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভুয়া খবর ছড়ানো ক্রীড়াবিদের সম্মান ক্ষতিগ্রস্ত করে এবং সমাজে ভ্রান্ত ধারণা তৈরি করে।”

উল্লেখযোগ্যভাবে, নেইমার নিজেও ইনস্টাগ্রামে রসাত্মক প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি লিখেছেন, “এডিক্টেড টু রেড বুল। দারুণ জিনিস।” অনেকে এই মন্তব্যকে সাংবাদিকের অভিযোগের প্রতি ব্যঙ্গাত্মক জবাব হিসেবে দেখছেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top