মুখোমুখি ভারত-পাকিস্তান ৪১ বছর অপেক্ষার ফাইনালে

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০

ছবি: সংগৃহীত

ক্রিকেটের ইতিহাসে এই চরম উত্তেজনার দিন—শেষ পর্যন্ত আসরটি পেয়েছে সেই ফাইনাল, যা পেছনে চার দশক ধরে অপেক্ষা করছে। আজ রোববার দুবাইয়ে মুখোমুখি হচ্ছে দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তান।

টকশো এবং বিশ্লেষকদের কণ্ঠে যেমন উত্তেজনা, ঠিক তেমনই এবার কৃত্রিম বুদ্ধিমত্তাও মত প্রকাশ করছে। গুগল জেমিনি মনে করছে, “এই ম্যাচের ভবিষ্যদ্বাণী করা অত্যন্ত কঠিন। চাপ ও প্রতিদ্বন্দ্বিতা প্রায়ই অপ্রত্যাশিত ফলাফলের দিকে নিয়ে যায়। তবে সম্ভাব্য বিজয়ী ভারত।”

চ্যাটজিপিটি পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষণে ভারতের জয়ের সম্ভাবনা ৬০–৭০ শতাংশ এবং পাকিস্তানের ৩০–৪০ শতাংশ বলে দেখিয়েছে। “দুবাইয়ের পিচ রান তাড়া করার জন্য ভালো। যদি পাওয়ার প্লেতে আশির ওপর রান আসে, তাহলে ১৭০ রানের মতো লক্ষ্য তাড়া করতে হবে। ভারত ১৮–১৯ ওভারে ৬–৭ উইকেটে ম্যাচ জিততে পারে।”

তবে ক্রিকেটের আবেগ এবং নৈপুণ্য কৃত্রিম বুদ্ধিমত্তার সীমার বাইরে। পাকিস্তান অধিনায়কের হ্যান্ডশেক না করা নিয়ে শুরু হওয়া মনস্তাত্ত্বিক লড়াই, জোড়া হারের পর পাকিস্তান দলের ক্ষুধা—এসব কিছু বোঝার ক্ষমতা এআই-এর নেই।

ইতিহাসও কথা বলছে:
৪১ বছরের টুর্নামেন্টে আজ প্রথমবার ফাইনালে ভারত-পাকিস্তান মুখোমুখি হচ্ছে। ভারত ১৬বারের আসরে আটবার শিরোপা জিতেছে; পাকিস্তান জিতেছে মাত্র দুবার। টি২০ ফরম্যাটেও ভারতের সাফল্য বেশি—গত এক বছরে ভারতের জয়ের হার ৮৮.৮৯ শতাংশ, পাকিস্তানের ৫১.৫২ শতাংশ।

অতীত দেখালেও, ফাইনালের মঞ্চে ভারত পাকিস্তানের জন্য বারবার কঠিন হয়ে দাঁড়িয়েছে। পাকিস্তান অধিনায়ক সালমান আগার বলেছেন, “আমরা জানি, ফাইনালে আমাদের কী করতে হবে। আমরা যে কোনো দলকে হারানোর মতো ভালো দল। ফাইনালেও ওদের হারাব।”

ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যেভাবে সেমিফাইনাল পরিচালনা করেছেন, তাতে দেখা যাচ্ছে তাঁর মানসিক প্রস্তুতি চূড়ান্ত। “ফাইনালে একই মানসিকতা নিয়ে মাঠে নামব। অভিষেক পুরো ফিট অবস্থায় থাকলে আমাদের অনেক সাহায্য হবে।”

দলের মূল বিষয়:

  • ওপেনিং জুটি: শুভমান গিল, তিলক ভার্মা

  • মিডল অর্ডার: তিলক ভার্মা এবং অভিষেক

  • লোয়ার অর্ডার: হার্দিক পান্ডিয়া

  • পেস বোলিং: বুমরাহ

  • স্পিন: কুলদীপ, বরুণ

পাকিস্তানের পক্ষেও লোয়ার অর্ডারের ফাহিম আশরাফ ও শাহিন শাহ আফ্রিদি দলকে শক্তিশালী করছে। অধিনায়ক সালমানকে নিয়ে মিডল অর্ডারের দুর্বলতাকে কাটিয়ে ওঠার প্রয়োজন।

এবারের ফাইনাল শুধু ক্রিকেটের লড়াই নয়, দুই প্রতিবেশী দেশের খেলোয়াড় ও ভক্তদের আবেগের মঞ্চও। বিশ্বজুড়ে লাখো দর্শক আজকের মেগা ফাইনালের জন্য অপেক্ষা করছে।

ম্যাচের সময়:
দুবাই, আজ রবিবার, ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭টায়।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top