এশিয়া কাপ ফাইনালে পাকিস্তানকে হারিয়ে নবম শিরোপা ভারতের

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৪

সংগৃহীত

দুবাইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে নবম বারের মতো এশিয়া কাপের মুকুট পরলো ভারত! রোমাঞ্চকর ফাইনালে শেষ ওভারে ৫ উইকেটের জয় নিশ্চিত করেছে তরুণ ভারত দল। এই জয়ে, ২০২২ সাল থেকে পাকিস্তানের বিপক্ষে সব ফরম্যাটে টানা নবম জয় পেলো ভারত।

সপ্তদশ এশিয়া কাপের ফাইনালে পাকিস্তান উড়ন্ত সূচনা পেলেও চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে। প্রথমে ১১.২ ওভারে ১০০ রান তুললেও শেষ পর্যন্ত তারা অলআউট হয় মাত্র ১৪৬ রানে।

সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ভারতও শুরুতে বিপদে পড়ে—মাত্র ৪ ওভারে ২০ রানে হারায় ৩ উইকেট। তবে বিপদের মুহূর্তে সঞ্জু স্যামসনের সহজ ক্যাচ হাতছাড়া করেন পাকিস্তানি ফিল্ডার হুসাইন তালাত, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।

এরপরই হাল ধরেন তিলক ভার্মা। চাপের মুখে দারুণ ফিফটি হাঁকিয়ে দলকে জয়ের পথে ফেরান এই বাঁহাতি ব্যাটার। শেষ ওভারে যখন ১০ রানের প্রয়োজন, তখন চার ও ছক্কা মেরে ২ বল হাতে রেখেই ভারতকে নবম শিরোপা এনে দেন এই তরুণ ব্যাটার।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top