ভারতের চায়নাম্যান বোলার কুলদীপ যাদব ছিলেন পুরো টুর্নামেন্টে দুর্দান্ত ফর্মে। ৭ ম্যাচে ১৭ উইকেট নিয়ে তিনি হয়েছেন সর্বোচ্চ উইকেট সংগ্রাহক। ওভারপ্রতি মাত্র ৬.২৭ রান খরচ করে বোলিং করেছেন। ফাইনালে ৪ উইকেট নিয়েই ভারতের শিরোপা জয়ে বড় অবদান রাখেন তিনি।
দ্বিতীয় স্থানে আছেন পাকিস্তানের তারকা পেসার শাহীন শাহ আফ্রিদি। তিনি ৭ ম্যাচে নিয়েছেন ১০ উইকেট, ইকোনমি রেট ৬.৬০।
তালিকার পঞ্চম স্থানে রয়েছেন আরেক পাকিস্তানি হারিস রউফ। সুপার ফোরে দুর্দান্ত বোলিং করলেও ফাইনালে ভালো করতে পারেননি। তবে সব মিলিয়ে ৫ ম্যাচে ৯ উইকেট শিকার করেছেন তিনি।
তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের পেসার জুনায়েদ সিদ্দিকী। সুপার ফোরে খেলার সুযোগ না পেলেও মাত্র ৩ ম্যাচে ৯ উইকেট নিয়ে তাক লাগিয়েছেন ৩২ বছর বয়সী এই বোলার।
চতুর্থ স্থানে আছেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। তিনি ৬ ম্যাচে নিয়েছেন ৯ উইকেট। টুর্নামেন্টজুড়ে কার্যকরী ভূমিকা রাখলেও ফাইনালে খুব একটা ভালো করতে পারেননি।
একনজরে এশিয়া কাপে সেরা পাঁচ বোলার:
-
কুলদীপ যাদব (ভারত) – ১৭ উইকেট (৭ ইনিংস)
-
শাহীন শাহ আফ্রিদি (পাকিস্তান) – ১০ উইকেট (৭ ইনিংস)
-
জুনায়েদ সিদ্দিকী (সংযুক্ত আরব আমিরাত) – ৯ উইকেট (৩ ইনিংস)
-
মুস্তাফিজুর রহমান (বাংলাদেশ) – ৯ উইকেট (৬ ইনিংস)
-
হারিস রউফ (পাকিস্তান) – ৯ উইকেট (৫ ইনিংস)
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।