নেপালের ঐতিহাসিক জয়: ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজ নিশ্চিত
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৭

আন্তর্জাতিক ক্রিকেটে নতুন ইতিহাস গড়ল নেপাল। আইসিসির পূর্ণ সদস্য কোনো দলের বিপক্ষে তাদের প্রথম জয় এসেছিল সিরিজের প্রথম ম্যাচেই। তবে সেটি যে কাকতালীয় নয়, সোমবার শারজায় ওয়েস্ট ইন্ডিজকে আরও বড় ব্যবধানে হারিয়ে তা প্রমাণ করল হিমালয়ের দেশটির ক্রিকেটাররা। এতে এক ম্যাচ আগেই সিরিজও নিশ্চিত করে নেপাল।
প্রথম ম্যাচ
-
নেপাল জয় পায় ১৯ রানে।
দ্বিতীয় ম্যাচ
-
নেপালের সংগ্রহ: ১৭৩ রান।
-
আসিফ শেখ: ৬৮ (৪৭ বলে, ৮ চার, ২ ছয়)*
-
সন্দীপ জোরা: ৬৩ (৩৯ বলে, ৩ চার, ৫ ছয়)
-
-
ওয়েস্ট ইন্ডিজ অলআউট: ৮৩ রান (১৭.১ ওভারে)
-
আদিল আলম: ৪/২৪ (৪ ওভার)
-
কুশল ভুর্তেল: ৩/১৬
-
-
জয়: নেপাল ৯০ রানে।
সিরিজ পরিস্থিতি
-
তিন ম্যাচের সিরিজে নেপাল ইতিমধ্যেই ২-০ ব্যবধানে এগিয়ে গিয়ে শিরোপা নিশ্চিত করেছে।
-
এটি নেপালের ইতিহাসে প্রথম কোনো সিরিজ জয় যেখানে প্রতিপক্ষ ছিল আইসিসির পূর্ণ সদস্য।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।