বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম ইকবাল
স্টাফ রিপোর্টার | প্রকাশিত: ১ অক্টোবর ২০২৫, ১২:৩৮

শেষ পর্যন্ত আশঙ্কাই সত্যি হলো। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে অংশ নিচ্ছেন না দেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বুধবার সকালে মিরপুরে বিসিবি কার্যালয়ে গিয়ে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।
গত কয়েক দিন ধরে নির্বাচনে ক্লাব কোটায় পরিচালক পদে ভাগাভাগি নিয়ে সমঝোতার চেষ্টা চলছিল। কিন্তু মঙ্গলবার রাতের বৈঠকে সেই সমঝোতা ভেস্তে যায়। ফলে অনেকটা পূর্বাভাস অনুযায়ীই তামিম শেষমেষ প্রার্থিতা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।
এর আগে তিনি জানিয়েছিল, সমঝোতা না হলে নির্বাচন থেকে সরে দাঁড়াতে পারেন তামিম। বুধবার সেটিই ঘটল। শুধু তামিম ইকবালই নন, আরো বেশ কয়েকজন প্রার্থীও নিজেদের মনোনয়নপত্র প্রত্যাহার করছেন বলে জানা গেছে। উল্লেখ্য, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজই।
এদিকে বিসিবির সাবেক সভাপতি ফারুক আহমেদ বিতর্কিত ১৫ ক্লাবকে নিয়ে আদালতে রিট করেন। আদালতও ওই ১৫ ক্লাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞার নির্দেশ দেন। এতে করে ওই ক্লাবগুলোর কাউন্সিলর এবং প্রার্থিতা জটিলতায় পড়ে যায়। আদালতের নির্দেশনায় স্পষ্ট হয়ে যায়, নির্বাচনে এ ১৫ ক্লাব অংশ নিতে পারবে না।
এ বিষয়ে বিসিবি নির্বাচন কমিশনার সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন বলেন,
“আমাদের সবাইকে আদালতের নির্দেশনা মেনে চলতে হবে। আদালতের বাইরে গিয়ে কিছুই করা যাবে না।”
ভোটের হিসাবে ১৫ ক্লাব বাতিল হয়ে যাওয়ায় তামিম ও তার প্যানেলের শক্তি অনেকটাই কমে যায়। সবকিছু বিবেচনায় নিয়েই তামিম নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।
নির্বাচন কমিশন আজ বিকেলের মধ্যেই চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে। আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে বিসিবি নির্বাচন।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।