সহজ ম্যাচ কঠিন করে জিতল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৫, ০০:১০

ছবি: সংগৃহীত

সহজ ম‍্যাচটা ভীষণ করে জিতল বাংলাদেশ। আফগানিস্তানের ১৫১ রান তারা পেরিয়ে গেল ৮ বল বাকি থাকতে।

প্রথম টি-টোয়েন্টিতে ৪ উইকেটে জিতে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ।

এক সময়ে বাংলাদেশের রান ছিল বিনা উইকেটে ১০৯। সেখান থেকে ৯ রানে ৬ উইকেট হারালে স্কোর হয় ৬ উইকেটে ১১৮।

এরপর নুরুল হাসান সোহান ও রিশাদ হোসেনের ১৮ বল স্থায়ী ৩৫ রানের জুটিতে জয়ের বন্দরে পৌঁছায় বাংলাদেশ।

১৮তম ওভারে ফারিদ আহমাদকে একটি করে চার মারেন দুই ব‍্যাটসম‍্যান। শেষ দুই ওভারে প্রয়োজন ছিল ১৬ রান।

আজমাতউল্লাহ ওমারজাইয়ের প্রথম দুই বলে দুটি দারুণ ছক্কায় শঙ্কা কাটান সোহান। স্ট্রাইক পেয়ে বাউন্ডারিতে বাকিটা সারেন রিশাদ।

১৩ বলে দুই ছক্কা ও এক চারে ২৩ রানে অপরাজিত থাকেন সোহান। তিন চারে ৯ বলে ১৪ রান করেন রিশাদ।

সংক্ষিপ্ত স্কোর

আফগানিস্তান: ২০ ওভারে ১৫১/৯ (ইব্রাহিম ১৫, সেদিকউল্লাহ ১০, গুরবাজ ৪০, রাসুলি ০, ইশহাক ১, ওমারজাই ১৮, নাবি ৩৮, শরাফউদ্দিন ১৭*, রাশিদ ৪, নুর *; তাসকিন ৪-০-৪০-১, নাসুম ৪-০-১৮-১, তানজিম ৪-০-৩৩-২, মুস্তাফিজ ৪-০-২৪-১, রিশাদ ৪-০-৩৩-২)

বাংলাদেশ: ১৮.৪ ওভারে ১৫৩/৬ (তানজিদ ৫১, পারভেজ ৫৪, সাইফ ০, জাকের ৬, শামীম ০, সোহান ২৩*তানজিম ০, রিশাদ ১৪*; ফারিদ ৩-০-২৬-১, ওমরজাই ২.৪-০-৩২-০, নাবি ৩-০-২৭-০, রাশিদ ৪-০-১৮-৪, নুর ৪-০-২১-১, শরাফউদ্দিন ২-০-২৫-০)

ফল: বাংলাদেশ ৪ উইকেটে জয়ী



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top