ভিনি-এমবাপ্পের দাপট, ৩-১ জয়ে লা লিগার শীর্ষে রিয়াল মাদ্রিদ
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৫ অক্টোবর ২০২৫, ১৬:৩৭

অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে লজ্জার হারের ধাক্কা সামলে জয়ে ফিরল রিয়াল মাদ্রিদ! ভিনিসিয়ুস জুনিয়র ও কিলিয়ান এমবাপ্পের নৈপুণ্যে ভিয়ারেরিয়ালকে ৩-১ ব্যবধানে হারিয়ে লা লিগার শীর্ষস্থান পুনরুদ্ধার করলো লস ব্লাঙ্কোসরা।
হতাশাজনক প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শুরুতেই বদলে যায় চিত্র। মাত্র ৯০ সেকেন্ডের মাথায় এমবাপ্পের হেড ফ্লিক থেকে বল পেয়ে গোল করে রিয়ালকে এগিয়ে নেন ভিনিসিয়ুস। এই ব্রাজিলিয়ান তারকাই ছিলেন মাদ্রিদের মূল ভরসা।
৬৯তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে নিজের জোড়া গোল পূর্ণ করেন ভিনিসিয়ুস। তবে পাল্টা আক্রমণে বিপজ্জনক ভিয়ারেরিয়ালও ব্যবধান কমাতে ভুল করেনি। জর্জিয়ান ফরোয়ার্ড মিকাউতাদজে জোরালো শটে কোর্তোয়ার জাল ভেদ করে ২-১ করেন।
ভিনিসিয়ুসকে টেনে ধরার অপরাধে ভিয়ারেরিয়ালের এক ডিফেন্ডার লাল কার্ড দেখায় ম্যাচে নিয়ন্ত্রণ হারায় তারা। তিন মিনিট পরই ব্রাহিম দিয়াজের নিখুঁত কাট-ব্যাকে গোল করে রিয়ালের জয় নিশ্চিত করেন এমবাপ্পে। তবে ম্যাচ শেষে এমবাপ্পেকে খুঁড়িয়ে মাঠ ছাড়তে দেখা যাওয়ায় রিয়ালের জয়োল্লাসে কিছুটা উদ্বেগ ভর করেছে। ৮ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে আপাতত শীর্ষে রয়েছে রিয়াল মাদ্রিদ।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।