হংকং ম্যাচে জাতীয় দলের কাছে বড় চ্যালেঞ্জ
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৬ অক্টোবর ২০২৫, ১২:৪৩

এশিয়ান কাপ বাছাইয়ের সামনে বাংলাদেশের জন্য অপেক্ষা করছে শক্তিশালী প্রতিপক্ষ হংকং। আগামী ৯ অক্টোবর ঢাকা জাতীয় স্টেডিয়ামে হংকংকে আতিথ্য দেবেন জামাল ভূঁইয়া।
ম্যাচের প্রস্তুতি হিসেবে জাতীয় দলের ক্যাম্প শুরু হয়ে গেছে। তবে ক্লাব ব্যস্ততায় দলের অনুশীলনে যোগ দিতে পারেননি বাংলাদেশের অন্যতম বড় তারকা হামজা চৌধুরী। অবশেষে সোমবার (৬ অক্টোবর) ক্লাব ব্যস্ততার শেষ হয়ে ঢাকায় পৌঁছেছেন হামজা।
হামজা জাতীয় দলের জার্সিতে অভিষেক হয় ভারতের বিরুদ্ধে। এখন পর্যন্ত তিন ম্যাচে ১ গোল ও ১ অ্যাসিস্ট করেছেন তিনি। হামজা দলের সঙ্গে যোগ দিলেও শামিত সোম এখনও ক্যাম্পে আসেননি। মঙ্গলবার (৭ অক্টোবর) তিনি ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। কানাডার লিগে খেলা শামিত এখন পর্যন্ত দেশের হয়ে তিন ম্যাচ খেলেছেন।
বাংলাদেশ হংকংয়ের সঙ্গে দুটি ম্যাচ খেলবে, উভয়ই এশিয়ান কাপ বাছাইয়ের। প্রথম ম্যাচ ৯ অক্টোবর ঢাকা স্টেডিয়ামে, দ্বিতীয় ম্যাচ ১৪ অক্টোবর হংকংয়ে। বাছাইপর্বে এখন পর্যন্ত দুই ম্যাচ খেলে বাংলাদেশ ১ পয়েন্ট নিয়ে টেবিলের ৩ নম্বরে আছে। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ২ নম্বরে অবস্থান করছে হংকং।
বাংলাদেশের কোচ জামাল ভূঁইয়া বলেন, "ম্যাচ দুটি আমাদের জন্য বড় পরীক্ষা। হামজা ও শামিতের আগমনের পরে আমরা আরও শক্তিশালীভাবে প্রস্তুতি নিতে পারব।"
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।