বিসিবির আলোচিত নির্বাচন আজ; বুলবুল সভাপতি নিশ্চিত
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৬ অক্টোবর ২০২৫, ১৩:১৮

দুই মাস ধরে চলা বিতর্ক, আদালত ও পালটা সংবাদ সম্মেলনের পর আজ অনুষ্ঠিত হচ্ছে বিসিবি বা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বহুল আলোচিত নির্বাচন। নির্বাচনের আগেই ক্রিকেট অনুরাগীদের জন্য বড় খবর: অভিষেক টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছেন এবং সভাপতি হচ্ছেন তা নিশ্চিত।
আজ সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত হোটেল সোনারগাঁওয়ে অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ। মোট ২৩টি নির্বাচিত পরিচালক পদের মধ্যে অবশিষ্ট ১৫টি পদের জন্য আজ ভোটাভুটি হবে।
এবারের নির্বাচন কাউন্সিলর মনোনয়ন বিতর্ক এবং বিশেষ করে ১৫টি ক্লাবের ভোটাধিকার নিয়ে নাটক গড়িয়েছিল আদালত পর্যন্ত। গতকালই আদালতের নির্দেশে সেই ১৫টি ক্লাব তাদের ভোটাধিকার ফিরে পাওয়ায় নির্বাচন নতুন মোড় নিয়েছে। আজকের নির্বাচনের ফলাফলের পরই আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হবে নতুন সভাপতির নাম।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।