বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি সভাপতি নির্বাচিত হলেন আমিনুল ইসলাম বুলবুল

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৭ অক্টোবর ২০২৫, ১৩:১৩

সংগৃহীত

দেশের ক্রিকেটে নতুন অধ্যায়। বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নির্বাচিত হলেন সাবেক ক্রিকেটার আমিনুল ইসলাম বুলবুল।

সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সাখাওয়াত হোসেন এবং ফারুক আহমেদ। মূলত, প্রতিদ্বন্দ্বী প্রার্থী তামিম ইকবাল বিসিবি নির্বাচন থেকে সরে যাওয়ায় বুলবুলের জয় আগেই নিশ্চিত ছিল। সোমবার সন্ধ্যায় সেই আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। সভাপতি পদে তাঁর বিরুদ্ধে কোনো প্রার্থীই ছিলেন না।

কেবল সভাপতি পদেই নয়, একই দিনে ঢাকা বিভাগ থেকে ক্যাটাগরি-১ অর্থাৎ জেলা ও বিভাগ কোটার পরিচালক পদেও নির্বাচিত হন বুলবুল। ঢাকা বিভাগের কাউন্সিলরদের ১৫টি ভোট পেয়ে পরিচালক হন তিনি।

রাজধানীর এক পাঁচতারকা হোটেলে সকাল থেকে ভোটগ্রহণ চলে। গঠনতন্ত্র অনুযায়ী, মোট তিনটি ক্যাটাগরি থেকে ২৩ জন পরিচালক নির্বাচিত হয়েছেন। এর মধ্যে জেলা ও বিভাগ কোটা থেকে ১০ জন, ঢাকার ক্লাব ক্যাটাগরি থেকে ১২ জন এবং সাবেক ক্রিকেটার কোটা থেকে নির্বাচিত হয়েছেন ১ জন। এই নতুন নেতৃত্বের হাতেই এখন দেশের ক্রিকেটের ভবিষ্যৎ।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top