বিসিবির নতুন পরিচালক হচ্ছেন রুবাবা দৌলা
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৭ অক্টোবর ২০২৫, ১৭:৩৪

জাতীয় ক্রীড়া পরিষদের কোটায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন পরিচালক হিসেবে মনোনয়ন পাচ্ছেন রুবাবা দৌলা। বহুজাতিক প্রতিষ্ঠান ওরাকলের বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।
এর আগে গ্রামীণফোন ও এয়ারটেলের শীর্ষপদে দায়িত্ব পালন করা রুবাবা দৌলা গ্রামীণফোনের হেড অব করপোরেট অ্যাফেয়ার্স হিসেবেও কাজ করেছেন। সেই সময় বাংলাদেশ ক্রিকেট দলের স্পন্সর ছিল গ্রামীণফোন, ফলে ক্রিকেটের সঙ্গে তার সম্পৃক্ততাও ছিল ঘনিষ্ঠ।
সূত্র জানায়, রুবাবা দৌলার মনোনয়ন এখন প্রায় চূড়ান্ত। তবে যেহেতু তিনি একটি বহুজাতিক কোম্পানির উচ্চপদে রয়েছেন, তাই বিসিবিতে যোগদানের আগে ওরাকলের অনুমোদন প্রয়োজন। সেই প্রক্রিয়াই চলছে বর্তমানে। অনুমোদন মিললেই জাতীয় ক্রীড়া পরিষদ তার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে।
এর আগে এনএসসির কোটায় ব্যবসায়ী এম ইশফাক আহসানকে বিসিবির পরিচালক করা হয়েছিল। কিন্তু আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সরাসরি সম্পৃক্ততা প্রকাশ পাওয়ায় মনোনয়ন পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তার নাম বাদ দেওয়া হয়।
ইশফাক আহসান চাঁদপুর আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং ২০২৪ সালের নির্বাচনে চাঁদপুর-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন বলে জানা গেছে। তিনি আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য এবং আওয়ামী লীগের আন্তর্জাতিক কমিটির সদস্যও ছিলেন।
ইশফাকের মনোনয়ন বাতিলের পর থেকেই নতুন পরিচালকের নাম নিয়ে জল্পনা-কল্পনা চলছিল। শেষ পর্যন্ত রুবাবা দৌলাই হচ্ছেন বিসিবির নতুন পরিচালক।
প্রসঙ্গত, রুবাবা দৌলা হবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ইতিহাসে দ্বিতীয় নারী পরিচালক। এর আগে ওয়ান/ইলেভেন সময় লে. জেনারেল সিনা ইবনে জামালীর আমলে মনোয়ারা আনিস মিনু বিসিবির প্রথম নারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।