বিসিবির নির্বাচনকে নির্বাচনই মনে করি না: তামিমের ক্ষোভ
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৮ অক্টোবর ২০২৫, ১৮:০৭

দেশের ক্রিকেটে তোলপাড়! বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সদ্য সমাপ্ত নির্বাচনকে ‘নির্বাচনই মনে করেন না’ সাবেক বাঁহাতি ব্যাটার তামিম ইকবাল। তিনি সহ ক্লাব সংগঠকদের একটি বড় অংশ আজ এই নির্বাচনকে ‘একতরফা’ ও ‘অবৈধদের খেলা’ বলে আখ্যা দিয়েছেন।
নির্বাচন থেকে সরে আসা তামিম বলেন, প্রথম দিন থেকেই আমার অবস্থান পরিষ্কার—আমি মনে করি না এটা কোনো নির্বাচন ছিল। তিনি ই-ভোটিং নিয়েও প্রশ্ন তুলেছেন। তার দাবি: যারা ভোট কেন্দ্রে ছিলেন, তাদেরও অনেকে ই-ভোটিং করেছেন—তাহলে ই-ভোটিংয়ের দরকার কী?
সভাপতি পদে প্রার্থী হয়েও সরে দাঁড়িয়েছিলেন তামিম। তিনি আত্মবিশ্বাসের সাথে বলেন, প্রার্থী হলে আমি জিততাম। এ ব্যাপারে আমি নিশ্চিত। তার দাবি, তিনি চেয়েছিলেন স্বচ্ছ ও আসল ভোট হোক, কোনো সিলেকশন নয়।
এদিকে, মোহামেডান ক্লাবের সংগঠক মাসুদুজ্জামান বলেছেন, বড় ক্লাবগুলোকে বাইরে রেখে বিসিবি চললে, আসন্ন লিগ বর্জনের মতো ঘটনা ঘটতে পারে। সেক্ষেত্রে ক্ষতিগ্রস্ত ক্রিকেটারদের সব দায়ভার বিসিবিকেই নিতে হবে। অস্বচ্ছতার অভিযোগ নিয়ে ক্রিকেট বোর্ডে চলছে তীব্র বিতর্ক।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।