কাইফের চোখে জয়সওয়াল

শেবাগের ৩০০ রানের রেকর্ড ভাঙার ক্ষমতা আছে তার মধ্যে

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৫, ১৩:২৪

ছবি: সংগৃহীত

প্রাক্তন ভারতীয় ব্যাটসম্যান মোহাম্মদ কাইফ দেশীয় ওপেনার যশস্বী জয়সওয়ালের খেলায় মুগ্ধ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দিল্লিতে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে ১৭৫ রানের দুর্দান্ত ইনিংস খেলার পর কাইফ সামাজিক মাধ্যমে লিখেছেন, “শেবাগের ৩০০ রানের রেকর্ড ভাঙার ক্ষমতা জয়সওয়ালের মধ্যে আছে।”

২৩ বছর বয়সী বাঁহাতি ওপেনার জয়সওয়াল প্রথম ২৬টি টেস্টে ৭টি সেঞ্চুরি করেছেন, যা শচীন তেন্ডুলকার এবং বিরাট কোহলির শুরুর দিকের রেকর্ডের সমান। কাইফ তার পরিপক্বতা এবং স্ট্রোক খেলার দক্ষতা নিয়ে মুগ্ধ, তাকে আধুনিক যুগের বিরাট কোহলি এবং তেন্ডুলকারের সঙ্গে তুলনা করেছেন।

কাইফ আরও লিখেছেন, “যশস্বী এমন ব্যাটসম্যান যার ধৈর্য তাকে বড় ইনিংস খেলার সুযোগ দেয়। সে নতুন রেকর্ড করতে সক্ষম। তার প্রথম ২৬টি ম্যাচে তার পরিসংখ্যান শচীন এবং বিরাটের সমান। উচ্চ স্ট্রাইক রেটে রান করে, তার সেঞ্চুরিগুলো বেশিরভাগ সময় ভারতকে জয়ের পথে নিয়ে যায়। শেবাগের ৩০০ রানের রেকর্ড, জয়সওয়ালই ভাঙবে।”

উল্লেখ্য, বীরেন্দ্র শেওয়াগ প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে টেস্টে ট্রিপল সেঞ্চুরি করেছেন। তিনি এই কীর্তি দুইবার করেছেন—২০০৪ সালে পাকিস্তানের বিপক্ষে মূলতান টেস্টে ৩০৯ এবং ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চেন্নাইয়ে ৩১৯।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top