বার্সেলোনার তারকা লামিনে ইয়ামালের প্রেম ও ইনজুরি

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৫, ১১:০১

ছবি: সংগৃহীত

বার্সেলোনার ১৮ বছর বয়সী স্প্যানিশ স্টার লামিনে ইয়ামালের প্রেমিক জীবনের খবর এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। লাতিন আরবান মিউজিকের শিল্পী নিকি নিকোলের সঙ্গে তাঁর সম্পর্ক গত ১১ সেপ্টেম্বর প্রকাশিত হওয়ার পর থেকে তারা বিনোদন ও ক্রীড়া জগতের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম হয়ে উঠেছেন।

সোশ্যাল মিডিয়ায় ইয়ামাল বান্ধবীর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি পোস্ট করেছেন। দুটি ছবির কোলাজে দেখা যায় ইয়ামাল নিকিকে চুমু দিচ্ছেন, যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে। তবে বাইরে নানান সমালোচনার মধ্যে ইয়ামাল নিজের ধারা বজায় রেখেছেন।

ফুটবল কেরিয়ারের দিক থেকে, ইয়ামাল বর্তমানে ইনজুরিতে ভুগছেন। চোটের কারণে তিনি এখনও মাঠে ফিরতে পারেননি। বার্সেলোনার কোচ হান্সি ফ্লিকের আশা, পুনর্বাসন প্রক্রিয়া ঠিকঠাক চললে আগামী ১৮ অক্টোবর জিরোনার বিপক্ষে ম্যাচে ইয়ামালকে দেখা যেতে পারে। তিনি চ্যাম্পিয়নস লিগে পিএসজির বিপক্ষে ম্যাচে ইনজুরিতে আক্রান্ত হয়েছিলেন।

কিছু প্রাক্তন তারকা ফুটবলার ইয়ামালকে সতর্ক করেছেন। সাবেক মিডফিল্ডার এমানুয়েল পেতিত সরাসরি সতর্ক করলেও, স্পেন জাতীয় দলের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে ভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণ করেছেন। তিনি বলেছেন, “ব্যক্তিজীবন নিয়ে সমালোচকদের বাড়াবাড়ি বন্ধ করে ইয়ামালের খেলায় মনোযোগ দেওয়া উচিত।”

গত মৌসুমে বার্সেলোনাকে ঘরোয়া ট্রেবল (লা লিগা, কোপা দেল রে, সুপার কাপ) জিততে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন ইয়ামাল। তাই এখন তার মাঠে ফেরা ও ব্যক্তিজীবন দুইয়েরই নজর দিচ্ছেন ভক্তরা।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top