আনিসুর রহমান জিকোর দলে জায়গা নেওয়া উচিত কি না, প্রশ্ন
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৫, ১২:৩৯

হংকংয়ের বিপক্ষে বিস্ময়কর হারের পর বাংলাদেশ দলের কোচ ও খেলোয়াড়দের সমালোচনার ঝড় বয়ে গেছে। এই সমালোচনার ঢেউ থেকে বাদ যাননি গোলরক্ষক মিতুল মারমা। এমনকি দলে জায়গা না পাওয়া আনিসুর রহমান জিকো বাংলাদেশের সেরা গোলরক্ষক কি না, এবং মিতুলের জায়গায় তার সুযোগ দেওয়া উচিত কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।
বাংলাদেশ এই ম্যাচটি হেরেছে নিজেদের ভুলে। তিনটি গোল রীতিমতো “উপহার” দিয়েছেন বাংলাদেশের ফুটবলাররা। তবে গোলরক্ষকের নৈপুণ্য থাকলে হয়তো হার ঠেকানো যেত। কিন্তু মিতুলও এই ক্ষেত্রে নিস্প্রভ ছিলেন।
প্রথম গোলে এভারটন কামারগোর শট নিয়েছিলেন দুর্বলভাবে। স্বাভাবিক রিফ্লেক্স দেখালে তিনি সহজে বলটি ঠেকাতে পারতেন। শেষ গোলে যখন রাফায়েল মেরকেজের কাছে বল চলে যায়, মিতুল আগেই বলটি কবজায় নিতে পারলে হার এড়িয়ে যাওয়া সম্ভব হতো।
হার শেষ হওয়ার পর থেকেই মিতুলকে নিয়ে সমালোচনার ঝড় শুরু হয়। একই সঙ্গে আলোচনা চলছে, দুই বছর আগে দক্ষিণ এশিয়ার সেরা গোলরক্ষক নির্বাচিত আনিসুর রহমান জিকোকে দলে আনা উচিত কি না।
এক সমর্থক মিতুলের ফেসবুক পোস্টে মন্তব্য করেছেন, “আমার কাছে, আনিসুর রহমান জিকোই সেরা।” মিতুলও এই মন্তব্যের প্রতিক্রিয়ায় বলেছেন, “আমিও তাই মনে করি।” এই মন্তব্য নতুনভাবে আলোচনায় খোরাক যোগ করেছে।
এদিকে, সাবেক অধিনায়ক আমিনুল হক মিতুলের পারফরম্যান্স নিয়ে বলেন, “গোলকিপার যদি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারত, হয়তো ফল ভিন্ন হতে পারত। আমার মনে হয়েছে, আমাদের গোলকিপার কিছুটা নার্ভাস ছিলেন।”
এই হারের পর বাংলাদেশ দলের গোলরক্ষক পদ নিয়ে আলোচনা আরও তীব্র হতে যাচ্ছে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।