ভেনেজুয়েলায় অপারেশন চালাতে সিআইএকে নির্দেশ দিয়েছেন ট্রাম্প
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৫, ১৩:৩৯

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার জাতীয় নিরাপত্তা সংস্থা সিআইএকে ভেনেজুয়েলায় বিশেষ অপারেশন চালানোর নির্দেশ দিয়েছেন।
তিনি আরও জানিয়েছেন, ভেনেজুয়েলায় সামরিক কার্যক্রম পরিচালনার জন্য স্থল ও বন্দর পথ ব্যবহার করার পরিকল্পনা রয়েছে।
প্রেসিডেন্ট ট্রাম্প এ সংক্রান্ত বিষয়গুলো নিয়ে একাধিক উচ্চ পর্যায়ের আইন ও নিরাপত্তা বিষয়ক কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে তিনি ভেনেজুয়েলায় সম্ভাব্য অক্রম এবং সংশ্লিষ্ট নীতি বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন।
প্রসঙ্গত, ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলায় রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তা পরিস্থিতি মনিটর করছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।