রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২

রাকসু নির্বাচনের ভোটগ্রহণ শেষ, নজর এখন গণনার দিকে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৫, ১৭:৫১

সংগৃহীত

দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে এই ভোটদান প্রক্রিয়া।

ভোট শেষে এখন সব নজর ফল ঘোষণার দিকে। কেন্দ্র থেকে পুলিশি পাহারায় নিজস্ব গাড়িতে করে ব্যালট বক্সগুলো আনা হচ্ছে ফলাফল কেন্দ্রে, কাজী নজরুল ইসলাম মিলনায়তনে। এখানেই ভোট গণনা করা হবে।

নির্বাচন কমিশনার মোস্তফা কামাল আকন্দ জানিয়েছেন, সব ব্যালট পেপার সর্টিংয়ের পরই ভোট গণনা শুরু হবে। তবে গণনার নির্দিষ্ট সময় তিনি জানাতে পারেননি। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, প্রথমে মেয়েদের হল, এরপর ছেলেদের হল এবং সবশেষে রাকসুর ফলাফল ঘোষণা করা হবে।

২৮ হাজার ৯০১ জন ভোটারের এই নির্বাচনে মোট ৮৬০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আইনশৃঙ্খলা রক্ষায় মোতায়েন ছিল দুই হাজার পুলিশ, ৬ প্লাটুন বিজিবি ও ১২ প্লাটুন র‍্যাব।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top