শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২

পাকিস্তানের বিমান হামলায় ৩ ক্রিকেটার নিহত, ত্রিদেশীয় সিরিজ খেলবে না আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৫, ০৯:১৮

ছবি: সংগৃহীত

সাম্প্রতিক সংঘাত থামিয়ে যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর পরও আফগানিস্তানে ফের বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। শুক্রবার (১৭ অক্টোবর) রাতে আফগানিস্তানের পাকতিকা প্রদেশের বিভিন্ন স্থানে চালানো ওই হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন তিনজন স্থানীয় ক্রিকেটারও।

আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) সামাজিকমাধ্যম এক্সে এক বিবৃতিতে জানিয়েছে, নিহত তিন ক্রিকেটার প্রাদেশিক রাজধানী শারানায় একটি বন্ধুত্বপূর্ণ ম্যাচ খেলে বাড়ি ফেরার পথে পাকিস্তানের বিমান হামলায় প্রাণ হারান।

বিবৃতিতে বলা হয়,

“তাদের মৃত্যু আমাদের ক্রীড়া কমিউনিটির জন্য একটি বিশাল ক্ষতি। যারা প্রাণ হারিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা আসন্ন ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ থেকে নিজেদের প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি।”

আগামী ১৭ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত পাকিস্তানের রাওয়ালপিন্ডি ও লাহোরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল পাকিস্তান, আফগানিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার এ ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ। আফগানিস্তান প্রথমবারের মতো পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছিল, কিন্তু সাম্প্রতিক সীমান্ত উত্তেজনা এবং হামলার পর তারা সিরিজ থেকে সরে দাঁড়িয়েছে।

গত কয়েক সপ্তাহ ধরে দুই দেশের মধ্যে সীমান্ত এলাকায় সংঘর্ষ ও বিমান হামলায় শতাধিক মানুষ নিহত হয়েছেন। এরই মধ্যে কাতারের মধ্যস্থতায় দোহায় পাকিস্তান-তালেবান বৈঠক হওয়ার কথা রয়েছে।

এ বিষয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

সূত্র: ইএসপিএন, আন্তর্জাতিক সংবাদমাধ্যম



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top