শুরুতেই নড়বড় ব্যাটিং এ বাংলাদেশ
ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৫, ১৫:১৮

ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে ধবলধোলাইয়ের লজ্জা ভুলে নতুন শুরু করতে চেয়েছিল বাংলাদেশ। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতেও পুরনো ব্যাটিং ব্যর্থতা যেন পিছু ছাড়ছে না। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে মাত্র ৮ রানের মধ্যেই দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে যায় টাইগাররা।
দলীয় দ্বিতীয় ওভারে রোমারিও শেফার্ডের করা বল সোজা পায়ে লাগলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন সাইফ হাসান। ৬ বল মোকাবেলায় করেন মাত্র ৩ রান। এরপর পরের ওভারেই ফেরেন দীর্ঘদিন পর দলে ফেরা সৌম্য সরকার। জেইডেন সিলসের অফ স্টাম্পের বাইরের বল চালিয়ে খেলতে গিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টে থাকা রোস্টন চেইসের হাতে ধরা পড়েন তিনি। তার ব্যাট থেকে আসে ৬ বলে ৪ রান।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১৩ রান। ক্রিজে রয়েছেন নাজমুল হোসেন শান্ত ও তাওহীদ হৃদয়।
বাংলাদেশ একাদশ:
সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ:
শাই হোপ (অধিনায়ক), অলিক আথানেজ, কেসি কার্টি, রোস্টন চেইস, জাস্টিন গ্রেভস, ব্র্যান্ডন কিং, গুডাকেশ মোতি, খ্যারি পিয়ের, শেরফান রাদারফোর্ড, জেইডেন সিলস, রোমারিও শেফার্ড।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।