রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২

মেসি হ্যাটট্রিকে ইন্টার মায়ামিকে বড় জয়, জিতলেন এমএলএস গোল্ডেন বুট

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৫, ১৩:৫৭

ছবি: সংগৃহীত

রোববার (১৯ অক্টোবর) এমএলএসের ম্যাচে ইন্টার মায়ামি ন্যাশভিলেকে ৫-২ গোলে হারিয়েছে। ম্যাচের নায়ক ছিলেন অধিনায়ক লিওনেল মেসি। তিনি হ্যাটট্রিকের পাশাপাশি একটি অ্যাসিস্টও করেছেন।

চলতি মৌসুমে ২৮ ম্যাচে ২৯ গোল করে মেসি হলেন সর্বোচ্চ গোলদাতা এবং এমএলএসের গোল্ডেন বুটের মালিক। তার পেছনে ছিলেন এলেএফসি’র ডেনিস বৌয়াঙ্গা এবং ন্যাশভিলের স্যাম সুরিজ, যাদের ২৪টি করে গোল ছিল।

মৌসুমের এই দারুণ পারফরম্যান্সের মাধ্যমে মেসি এমএলএসে তার ক্যারিয়ারের দ্বিতীয় হ্যাটট্রিকের রেকর্ড গড়েছেন। এছাড়া তিনি ১৯টি অ্যাসিস্টও করেছেন। মেক্সিকোর কার্লোস ভেলার এক মৌসুমে সর্বোচ্চ ৪৯ গোলে অবদানের রেকর্ড আছে, মেসি এক গোল কম দিয়ে তৃতীয় স্থানে আছেন।

ইন্টার মায়ামির ডিফেন্ডার ইয়ান ফ্রে বলেন, “মেসি প্রতিদিন আমাদের এগিয়ে রাখেন। তাকে বর্ণনা করার মতো ভাষা আমার নেই।”

মেসির দারুণ নৈপুণ্যে ইন্টার মায়ামি ইস্টার্ন কনফারেন্সে তৃতীয় স্থানে রয়েছে এবং প্লে-অফে হোম অ্যাডভান্টেজ পেয়েছে। প্রথম রাউন্ডে তাদের আবার ন্যাশভিলের মুখোমুখি হতে হবে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top