অনূর্ধ্ব–২০ বিশ্বকাপ: আর্জেন্টিনাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন মরক্কো
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৫, ১৮:২৬

অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ফাইনালে অঘটনের জন্ম দিল আফ্রিকার দেশ মরক্কো! টানা ছয় ম্যাচ জিতে এবং ১৫ গোল দিয়ে অপ্রতিরোধ্য গতিতে ফাইনালে আসা রেকর্ড ছয়বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ২-০ গোলে হারিয়ে শিরোপা জয়ের ইতিহাস গড়লো মোহামেদ ওয়াহবির দল।
এই জয়ের মধ্য দিয়ে মরক্কো হলো অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ জেতা দ্বিতীয় আফ্রিকান দেশ। এর আগে ২০০৯ সালে এই কৃতিত্ব দেখিয়েছিল ঘানা। চিলির সান্তিয়াগোর এস্তাদিও নাসিওনাল হুলিও মার্তিনেজ প্রাদানোসে অনুষ্ঠিত এই ফাইনালে ফেবারিট ছিল আর্জেন্টিনা, কিন্তু ৭৬ শতাংশ বল দখল নিয়েও তারা ভাগ্য ফেরাতে পারল না।
মরক্কো তাদের দুটি গোলই পায় প্রথমার্ধে। ম্যাচের ১২তম মিনিটে বক্সের বাইরে মরক্কোর জাবরিকে ফাউল করেন আর্জেন্টাইন গোলরক্ষক সান্তিয়াগো বারবি, দেখেন হলুদ কার্ড। সেই ফ্রি-কিক থেকে বাঁ পায়ের জোরালো শটে আর্জেন্টিনার জালে প্রথম বল জড়ান পর্তুগিজ ক্লাব ফামালিকাউয়ের এই ফরোয়ার্ড জাবরি।
ব্যবধান বাড়ে ২৯ মিনিটে, নায়ক এবারও সেই জাবরি। ওথমানে মাম্মার অ্যাসিস্টে নিজের ও দলের দ্বিতীয় গোলটি করেন তিনি। আর্জেন্টিনা শেষ পর্যন্ত আর ম্যাচে ফিরতে পারেনি। শক্তিশালী আর্জেন্টিনাকে ২-০ গোলে পরাজিত করে শিরোপার আনন্দে মাতল মরক্কো।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।