বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ৭ কার্তিক ১৪৩২

রোনালদোর রেকর্ড ছুঁলেন হলান্ড; বার্সা, সিটি ও র‍্যাশফোর্ডের জয়

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৫, ১৪:০৫

সংগৃহীত

চ্যাম্পিয়নস লিগের রাতে আরও দুটি বড় জয়। হলান্ডের রেকর্ড ছোঁয়ার ম্যাচে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি, আর ফেরমিন লোপেজের হ্যাটট্রিকে গোলবন্যা বইয়ে দিয়েছে বার্সেলোনা।

লা সেরামিকায় ভিয়ারিয়ালকে ২-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। দলের হয়ে একটি গোল করেন আর্লিং হলান্ড এবং অন্যটি বার্নার্দো সিলভা। এই গোলের মাধ্যমে চলতি মৌসুমে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে টানা ১২ ম্যাচে জালের দেখা পেলেন হলান্ড। এর মধ্য দিয়ে তিনি সাত বছর আগে ক্রিস্টিয়ানো রোনালদোর গড়া টানা ১২ ম্যাচে গোলের রেকর্ড স্পর্শ করলেন। এই জয়ে গ্রুপ পর্বে সাত পয়েন্ট নিয়ে শীর্ষে সিটি।

এদিকে, অলিম্পিয়াকোসকে ৬-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। ম্যাচের নায়ক ছিলেন ফেরমিন লোপেজ, যিনি করেন দুর্দান্ত এক হ্যাটট্রিক। মার্কাস র‍্যাশফোর্ডও করেছেন জোড়া গোল। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে গ্রিক ক্লাবটির বিপক্ষে বিতর্কিত এক লাল কার্ডের সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ তৈরি হয়। ১০ জনের দলে পরিণত হওয়ার সুযোগ নিয়ে বার্সা বড় জয় নিশ্চিত করে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top