চ্যাম্পিয়নস লিগ: পিএসজি ৭-২, আর্সেনাল ৪-০; গোলবন্যা
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৫, ১৪:৫৭

চ্যাম্পিয়নস লিগের রাতে যেন গোলের উৎসব! পিএসজি এবং আর্সেনালের দাপুটে জয়ে ফুটবল বিশ্ব উত্তাল।রোমাঞ্চকর প্রথমার্ধে মাত্র সাত মিনিটের ঝড়ে তিন গোল করে বায়ার লেভারকুসেনকে ৭-২ গোলে উড়িয়ে দিয়েছে পিএসজি।
প্রায় এক ঘণ্টা ১০ জনের দলে খেললেও শিরোপাধারী ফরাসি ক্লাবটির গোলবন্যা থামেনি। ব্যালন ডি’অরজয়ী উসমান দেম্বেলের ইনজুরি থেকে ফেরার পর গোল, সাথে দুফের দুটি দারুণ ফিনিশে সহজ জয় নিশ্চিত হয়। এই বিশাল জয়ে গ্রুপ পর্বের শীর্ষে থাকল পিএসজি।
অন্যদিকে, ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে স্প্যানিশ জায়ান্ট আতলেতিকো মাদ্রিদকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে আর্সেনাল। প্রথমার্ধে সমান লড়াই চললেও দ্বিতীয়ার্ধে গানারদের ঝড়ে রীতিমতো ভেসে যায় দিয়েগো সিমিওনের দল। গ্যাব্রিয়েল, গ্যাব্রিয়েল মার্তিনেলি এবং ভিক্তর জোকারেসের জোড়া গোলের সুবাদে টানা তৃতীয় জয় নিশ্চিত করে মিকেল আর্তেতার শিষ্যরা। আর্সেনাল নকআউট পর্বের পথে অনেকটাই এগিয়ে গেল।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।