ঠান্ডা-জ্বরে আক্রান্ত সত্ত্বেও দুর্দান্ত ব্যাটিং করলেন সাইফ হাসান
ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৫, ১৫:১০
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ও নির্ধারণী ওয়ানডে ম্যাচে অসুস্থতা সত্ত্বেও দুর্দান্ত ব্যাটিং করেছেন বাংলাদেশের ওপেনার সাইফ হাসান। ঠান্ডা ও জ্বরে ভুগতে থাকা সাইফ ৮০ রানের ইনিংস খেলেন এবং দলকে গুরুত্বপূর্ণ অবস্থানে রাখতে সাহায্য করেন।
সাইফের পারফরম্যান্সকে কৃতিত্ব দিয়েছেন সহযোদ্ধা সৌম্য সরকার। তিনি বলেন, “সাইফ খুব ভালো ব্যাটিং করেছে। তার শট নির্বাচন চমৎকার ছিল। অসুস্থতা সত্ত্বেও ও যথাযথভাবে মানিয়ে নিয়েছে।” সৌম্য আরও জানিয়েছেন, বিশেষ করে মিডলের ওভারে সাইফের সঙ্গে ধারাবাহিকভাবে কথা বলেছেন এবং তাকে গাইড করেছেন।
সাইফ নিজেও জানিয়েছেন, বিভিন্ন পর্যায়ের ক্রিকেটে এবং বিপিএল ও ঢাকা প্রিমিয়ার লিগে সৌম্যের সঙ্গে ব্যাটিং অভিজ্ঞতা তাকে মাঠে সাহায্য করেছে। “দাদা (সৌম্য) আমাকে অনেক সহায়তা করেছেন। তিনদিন ধরে আমি ঠান্ডা-জ্বরে ভুগছি। দাদার সঙ্গে ব্যাটিং করতে পছন্দ করি,” বলেন সাইফ।
ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ওয়ানডে অভিষেক করা সাইফের সেঞ্চুরি মিস হলেও, দলকে জেতাতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় উভয় খেলোয়াড়ই খুশি। সৌম্য ৯১ রানে আউট হন।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।