মেসি ম্যাজিক: জোড়া গোলে প্লে-অফে মায়ামির জয়, চুক্তি বাড়ল ২০২৮ পর্যন্ত
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৫, ১৩:৩৬
এমএলএস কাপের প্লে-অফে দুর্দান্ত সূচনা করেছে ইন্টার মায়ামি। ন্যাশভিল এসসিকে ৩-১ ব্যবধানে হারিয়েছে তারা, যার মূল নায়ক ছিলেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি।
ম্যাচ শুরুর আগেই ২৮ ম্যাচে ২৯ গোল করে মৌসুমের গোল্ডেন বুট পুরস্কার গ্রহণ করেন মেসি। এরপর মাঠে নেমে ১৯ মিনিটে লুইস সুয়ারেজের ক্রসে দুর্দান্ত ডাইভিং হেডে মায়ামিকে এগিয়ে দেন তিনি। ৬২ মিনিটে তাদেও আলেন্দে হেডে ব্যবধান দ্বিগুণ করেন।
দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমের নবম মিনিটে গোলরক্ষকের ভুলের সুযোগ নিয়ে মেসি তাঁর দ্বিতীয় এবং দলের তৃতীয় গোলটি করেন। ন্যাশভিলের হানি মুখতার ইনজুরি টাইমে একটি সান্ত্বনাসূচক গোল শোধ করেন। এই জয়ে মায়ামি তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেল।
এই জয়ের একদিন আগেই ৩৮ বছর বয়সী মেসি ইন্টার মায়ামির সঙ্গে আরও তিন বছরের জন্য চুক্তি নবায়ন করেছেন, যা তাঁকে ২০২৮ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে রাখবে। এটি ফুটবল ভক্তদের জন্য নিঃসন্দেহে এক দারুণ খবর।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।