বিশ্বকাপ খেলতে এসে ভারতে দুই অস্ট্রেলীয় ক্রিকেটারের শ্লীলতাহানি
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৫, ১৮:১৬
নারী ওয়ানডে বিশ্বকাপ খেলতে এসে ভারতে এক তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন অস্ট্রেলিয়ার দুই নারী ক্রিকেটার। মধ্যপ্রদেশের ইন্দোরে তারা শ্লীলতাহানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গত ২৩ অক্টোবর সন্ধ্যায়।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ইন্দোরের খাজরানা রোড এলাকায় ঘুরতে বেরিয়েছিলেন দুই অজি ক্রিকেটার। হোটেল থেকে বের হওয়ার পর থেকেই একটি বাইক তাদের অনুসরণ করছিল।
অভিযোগ অনুযায়ী, একটি ক্যাফের দিকে যাওয়ার সময় বাইক আরোহী দ্রুত তাদের কাছাকাছি এসে অশ্লীলভাবে শরীর স্পর্শ করে পালিয়ে যায়। দ্রুত ক্রিকেটাররা নিরাপত্তা অফিসারকে জানান। পুলিশ দ্রুত অ্যাকশনে নামে এবং অভিযুক্ত আকিল খানকে গ্রেপ্তার করে।
দুই ক্রিকেটারের অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতার ৭৪ ও ৭৮ নম্বর ধারায় এফআইআর দায়ের করা হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্ত আকিল খানকে ধরা সম্ভব হয়। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে আগেও ফৌজদারি মামলা ছিল।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।