৯৫০ গোল: ইতিহাস গড়লেন রোনালদো! মেসির রেকর্ড ভাঙার জবাব
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৫, ১১:২৪
ফুটবল ইতিহাসে নতুন এক স্বর্ণালী অধ্যায় যোগ করলেন ক্রিস্টিয়ানো রোনালদো! পুরুষ ফুটবলের প্রথম খেলোয়াড় হিসেবে তিনি ছুঁয়েছেন ৯৫০ ক্যারিয়ার গোলের অবিশ্বাস্য মাইলফলক।
শনিবার আল হাজমের বিপক্ষে সৌদি প্রো লিগের ম্যাচে এই ইতিহাস গড়েন পর্তুগিজ তারকা। ম্যাচের ৮৮তম মিনিটে গোল করে আল নাসরের ২-০ ব্যবধানের জয় নিশ্চিত করেন তিনি। ক্লাবটির হয়ে তিনি এরই মধ্যে শতাধিক গোল করে ফেলেছেন।
রোনালদোর এই কীর্তি এলো এমন এক সময়ে, যখন তাঁর দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিও ভাঙলেন এক পুরনো রেকর্ড। সম্প্রতি মেসি সবচেয়ে দ্রুত ৮৯০ গোলের মাইলফলক ছুঁয়েছেন। ইন্টার মায়ামির হয়ে জোড়া গোল করে তাঁর বর্তমান গোল সংখ্যা ৮৯১।
বয়সে ছোট হওয়ায় মেসি কম ম্যাচ খেলে এবং কম বয়সে এই মাইলফলক ছুঁয়েছেন ঠিকই, কিন্তু গোলের সংখ্যায় রোনালদো ৯৫০ গোল নিয়ে এখনও এগিয়ে।
ক্যারিয়ারের শেষ প্রান্তে এসেও এই দুই মহারথীর প্রতিদ্বন্দ্বিতা এখনও সমান উত্তেজনাপূর্ণ। মেসি ২০২৮ পর্যন্ত মায়ামিতে ও রোনালদো ২০২৭ পর্যন্ত আল নাসরে থাকছেন, তাই এই জাদু উপভোগের সুযোগ থাকছে আরও কয়েক বছর।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।