রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১১ কার্তিক ১৪৩২

নারীদের বিশ্বকাপের শেষ লিগ ম্যাচ আজ: ভারতের বিপক্ষে বাংলাদেশের চূড়ান্ত পরীক্ষা

ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৫, ১৪:২৬

সংগৃহীত

বাংলাদেশের নারী ক্রিকেট দল আজ নারী ওয়ানডে বিশ্বকাপ ২০২৫-এর শেষ লিগ ম্যাচ খেলবে। নেভি মুম্বাইয়ে ভারতের বিপক্ষে মাঠে নামবে তারা।

পয়েন্ট টেবিলের বর্তমান চিত্র অনুযায়ী, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছে। ভারতও এক পা রেখেছে পরবর্তী রাউন্ডে। পয়েন্ট টেবিলের তলানিতে থাকা বাংলাদেশ এই লড়াইয়ে নেই। ছয় ম্যাচে এক জয়ে দুই পয়েন্ট সংগ্রহ করেছে দেশীয় দল।

নিগার সুলতানা নেতৃত্বে জ্যোতিদের জন্য ভারতের বিরুদ্ধে ম্যাচটি বিশেষ গুরুত্বপূর্ণ। যদি বাংলাদেশ এই ম্যাচে জিততে পারে, তবে পাকিস্তানের ওপরে উঠে বিশ্বকাপ শেষ করার সুযোগ হবে। বাংলাদেশ বিশ্বকাপ শুরু করেছিল শ্রীলঙ্কার মাটিতে পাকিস্তানকে হারিয়ে। তবে ভারত, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার বিপক্ষে তাদের বাকি ম্যাচগুলো হারে শেষ হয়েছে। পাকিস্তান কোনো ম্যাচ না জিতলেও তিনটি পরিত্যক্ত ম্যাচের কারণে তিন পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে অবস্থান করছে।

যদিও বাংলাদেশ শেষ পর্যন্ত টেবিলের তলানিতে থাকছে, দলের পারফরম্যান্সে তারা প্রশংসা কুড়িয়েছে। আজ ভারতের বিপক্ষে ভালো পারফর্ম করলে, বিশ্বকাপে স্মরণীয় ছাপ রেখে যাবে দলটি।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top