টাইগারদের টি-টোয়েন্টি চ্যালেঞ্জ, বৃষ্টিতে রক্ষা পেলেন টাইগ্রেসরা
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৫, ১২:২২
ওয়ানডে সিরিজ জয়ের পর আজ থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করছে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি এই সিরিজ দিয়েই শুরু করছে টাইগাররা। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন নিয়মিত অধিনায়ক লিটন দাস, যিনি টানা পঞ্চম সিরিজ জয়ের লক্ষ্যে দলকে নেতৃত্ব দেবেন।
শ্রীলঙ্কা, পাকিস্তানসহ টানা চার টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। সর্বশেষ ২০২৪ সালে ক্যারিবীয়দের তাদেরই মাটিতে হোয়াইটওয়াশ করেছিল টাইগাররা। অধিনায়ক লিটন এই সিরিজকে বিশ্বকাপের প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হিসেবে দেখছেন।
অন্যদিকে, নারী বিশ্বকাপে গতকাল (রবিবার) এক লজ্জার হাত থেকে বাঁচল বাংলাদেশ। ভারতের বিপক্ষে মাত্র ১২৬ রানের লক্ষ্য দিয়ে ৮.৪ ওভারে ৫৭ রান হজম করার পর মুষলধারে বৃষ্টি নামে। এরপর ম্যাচ পরিত্যক্ত হয়।
বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ১ পয়েন্ট পেল নিগার সুলতানা জ্যোতির দল। ফলে পয়েন্ট টেবিলের তলানিতে থাকা থেকে রক্ষা পেয়ে পাকিস্তানকে ধরে তারা এখন সাতে। ব্যাটিং বিপর্যয়ে পড়া টাইগ্রেসদের হয়ে সর্বোচ্চ ৩৬ রান করেন শারমিন আক্তার সুপ্তা।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।