কেনো বাংলাদেশ জাতীয় দলের ফিটনেস ট্রেনার নাথান কেলি দায়িত্ব ছাড়লেন?
স্পোর্টস ডেক্স | প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৫, ১৩:৪৮
দুই বছরের জন্য বাংলাদেশ জাতীয় দলের ফিটনেস ট্রেনার হিসেবে নিয়োগপ্রাপ্ত অস্ট্রেলিয়ান নাথান কেলি দায়িত্ব ছাড়লেন। বিসিবির সঙ্গে তার চুক্তির আরও ছয় মাস বাকি থাকলেও পারিবারিক কারণে তিনি পদত্যাগ করেছেন।
কেলির অধীনে বাংলাদেশ ক্রিকেটাররা নতুন ফিটনেস পরীক্ষা ও বিভিন্ন পদ্ধতির সঙ্গে পরিচিত হয়েছেন। বিশেষ করে টাইম ট্রায়াল পদ্ধতিতে ক্রিকেটাররা উপকৃত হয়েছেন, যার মধ্যে রয়েছেন মুমিনুল হক, রিশাদ ভুইয়া ও তানজিম মোল্লা।
গত বছরের এপ্রিলে দুই বছরের জন্য চুক্তি করেছিলেন কেলি। তার পরিচালিত ফিটনেস পরীক্ষার পদ্ধতি আগের ইয়ো-ইয়ো বা বিপ টেস্ট থেকে আলাদা ছিল এবং ব্যাপক আলোচনায় এসেছে।
বিসিবি জানিয়েছে, শুরুতে কেলি মৌখিকভাবে পদত্যাগের কথা জানিয়েছিলেন, পরে মেইলের মাধ্যমে বিস্তারিত জানিয়েছেন। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তার দায়িত্ব সামলাচ্ছেন ইফতেখার ইফতি। বিসিবি দ্রুত নতুন ফিটনেস কোচ নিয়োগের প্রক্রিয়া শুরু করবে।
নাথান কেলি ২৪ সেপ্টেম্বর বাবা হয়েছেন এবং সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে তিনি ছুটি নিয়েছিলেন। পরবর্তীতে আফগানিস্তান সিরিজ এবং বর্তমানে ক্যারিবীয়দের বিপক্ষে খেলতে থাকা জাতীয় দলের সঙ্গে যোগ দেননি। ধারণা করা হচ্ছে, পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্যই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
নিফ্লা৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।