রভম্যান পাওয়েলের মনে ভয় ধরিয়েছিল সাকিব-নাসুমের জুটি

স্পোর্টস ডেক্স | প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৫, ১১:৫১

সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজ সফরে দারুণ ফর্মে থাকা বাংলাদেশ চট্টগ্রামে এসে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই হারল। ব্যাটিং ব্যর্থতায় ১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৪৯ রানে অলআউট হয় সাকিব-শিবির। ১৬ রানে জয়ের পরও ক্যারিবীয় অধিনায়ক রভম্যান পাওয়েল স্বীকার করলেন— বাংলাদেশের শেষদিকের জুটি তাদের ভীত করেছিল।

বাংলাদেশের ইনিংসে ৭৭ রানে ৬ উইকেট হারিয়ে যখন ম্যাচ প্রায় হাতছাড়া, তখন তানজিম সাকিব ও নাসুম আহমেদের জুটি একঝলক আশা জাগায়। সপ্তম উইকেটে তারা যোগ করেন ৪০ রান। দলের হয়ে সর্বোচ্চ ৩৩ রান আসে সাকিবের ব্যাট থেকে, আর নাসুম করেন ১৩ বলে ২০। তবে দুজনই আউট হওয়ার পর শেষরক্ষা হয়নি টাইগারদের।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে পাওয়েল বলেন,

“হ্যাঁ, নাসুম ও তানজিমের জুটি আমাদের কিছুটা ভয় ধরিয়ে দিয়েছিল। এটা থেকেই বোঝা যায়— বাংলাদেশের কোনো স্বীকৃত ব্যাটার যদি তখন উইকেটে থাকতেন, তাহলে আমরা চাপে থাকতাম। কারণ শেষদিকে উইকেট কিছুটা ভেজা ছিল। তবে আমাদের বোলাররা দারুণ বোলিং করেছে, পরিকল্পনায় অটল ছিল এবং গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলেছে।”

সিরিজের পরবর্তী ম্যাচগুলোতে শিশির গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মনে করেন সাবেক ক্যারিবীয় অধিনায়ক,

“অবশ্যই শিশিরের প্রভাব থাকবে। আজও শিশির অনেক বেশি ছিল। উইকেট ও মাঠ সম্পর্কে আমরা এখন একটা ধারণা পেয়েছি। আগামী দুই ম্যাচে অবশ্যই আমরা শিশিরের বিষয়টি বিবেচনায় রাখব।”

মিরপুরের কালো মাটির উইকেট নিয়ে যখন প্রশ্ন তুলছেন অনেকেই, তখন চট্টগ্রামের উইকেট নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন পাওয়েল।

তিনি বলেন,

“৫০ ওভারের ক্রিকেটে আমরা যেমন উইকেট দেখেছি, তার চেয়ে এটা ভালো ছিল। এখানেও বোলারদের কিছুটা সাহায্য ছিল, তবে এটি ভালো ক্রিকেটীয় উইকেট। আপনি যদি ভালো ব্যাটিং করেন, তাহলে রান করা সম্ভব। আবার সঠিক জায়গায় বোলিং করলেও উইকেট পাওয়া যায়— এটাই ভালো উইকেটের লক্ষণ।”

প্রথম ম্যাচ জিতে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ। এখন টাইগারদের সামনে সুযোগ— সিরিজে ফিরতে হলে দ্বিতীয় ম্যাচেই করতে হবে প্রত্যাবর্তন।

নিফ্লা৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top