জয়ের আশা জাগিয়েও হেরে গেল বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারী ২০২১, ০২:১৯
শুভসূচনার মাধ্যমে দ্বিতীয় ইনিংস শুরু করার পর ব্যাট হাতে ব্যর্থ বাংলাদেশ দলের মিডল অর্ডারের ব্যাটসম্যানরা। শেষদিকে মিরাজের ব্যাটে আবারো জয়ের আশা জাগলেও শেষ পর্যন্ত হার মেনে নিয়েই মাঠ ছেড়েছে স্বাগতিক বাংলাদেশ।
দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে মুমিনুল হকদের বিপক্ষে ১৭ রানের জয় পেয়েছে সফররত ওয়েস্ট ইন্ডিজ। ফলে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতে সফরটা শেষ করল ব্র্যাথওয়েট বাহিনী।
ব্যাটিংয়ে নেমে দলীয় ৫৯ রানে ক্রেইগ ব্র্যাথওয়েটের বলে স্লিপে কর্নওয়ালের হাতে ক্যাচ হয়েছেন সৌম্য সরকার। তিনি করেছেন ১৩ রান। এরপর দলীয় ৭০ রানে ব্র্যাথওয়েটের বলে শর্ট কাভারে মোসেলের হাতে ধরা পড়েছেন তামিম ইকবাল। তার সংগ্রহ ৫০ রান। টেস্টে তামিমের এটি ২৮তম অর্ধশত। দলীয় ৭৮ রানে রাখিম কর্নওয়ালের বলে শর্ট লেগে মোসেলের হাতে ক্যাচ হয়েছেন নাজমুল হোসেন শান্ত। ৩১ বল খেলে ১১ রান করেছেন তিনি।
প্রথম ইনিংসে হাফ সেঞ্চুরি করলেও দ্বিতীয় ইনিংসে ১৪ রান করে আউট হয়েছেন মুশফিকুর রহিম। দলীয় ১০১ রানে উইকেটরক্ষকের হাতে ক্যাচ হয়েছেন তিনি। ছয় নম্বর পজিশনে নেমে ১০ রান করে কর্নওয়ালের শিকার হয়েছেন মোহাম্মদ মিথুন।
তৃতীয় সেশনের শেষদিকে মেহেদি হাসান মিরাজ দলকে জয় এনে দেওয়ার ক্ষুদ্র প্রয়াস চালালেও তা আর সম্ভব হয়নি। ক্রিজে তার যোগ্য সঙ্গ দিতে পারেননি কেউই। ২০ বলে ১৪ রান করে ক্যারিবীয় অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েটের বলে এলবিডব্লিউ হয়ে প্যাভিলিয়নে ফেরেন নাঈম হাসান। শেষদিকে দ্রুত কয়েকটি চার-ছয় মেরে জয়ের শেষ আশাও জাগিয়েছিলেন তিনি। কিন্তু একাই লড়তে থাকা মিরাজ আত্মসমর্পন করেন ব্যক্তিগত ৩১ রানে। ইনিংসের ৬২তম ওভারে ওয়ারিকোনের করা বলে মিরাজ ব্যাটের কোণায় লেগে ক্যাচ উঠলে সেটা ধরতে ভুল করেননি কর্নওয়াল। আর রাহি অপরাজিতই থাকেন ০ রানে।
এনএফ৭১/আরএইচ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।