মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২

টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তান-দক্ষিণ আফ্রিকার মুখোমুখি: জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামছে দুই দল

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৫, ১৭:৪৪

সংগৃহীত

সর্বশেষ সিরিজের ব্যর্থতা পেছনে ফেলে টি-টোয়েন্টি ফরম্যাটে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে তিন ম্যাচের সিরিজ খেলতে নামছে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা। দু’দলেরই লক্ষ্য সিরিজ জয়। মঙ্গলবার (২৮ অক্টোবর) রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি।

গেল মাসে এশিয়া কাপ টি-টোয়েন্টি ফাইনালে উঠলেও শিরোপা জিততে পারেনি পাকিস্তান। দুবাইয়ে ফাইনালে ভারতের কাছে ৫ উইকেটে হারে তারা। এছাড়া গ্রুপ পর্ব ও সুপার ফোরেও ভারতের কাছে যথাক্রমে ৭ উইকেটে ও ৬ উইকেটে হারের মুখে পড়েছিল পাকিস্তান।

এশিয়া কাপের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ দিয়ে আবারও টি-টোয়েন্টি ফরম্যাটে খেলতে নামছে পাকিস্তান। দলের অধিনায়ক সালমান আগা বলেন,

“এশিয়া কাপে শিরোপা জয়ের সুযোগ হাতছাড়া করেছি। ওই দুঃস্মৃতি পেছনে ফেলে নতুনভাবে শুরু করতে চাই। সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামব। নিজেদের কন্ডিশন কাজে লাগিয়ে সেরা ক্রিকেট খেলতে সতীর্থরা বদ্ধপরিকর।”

গত বিশ্বকাপের রানার্সআপ দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টিতে বাজে সময় পার করছে। সর্বশেষ চার সিরিজের তিনটিই হেরেছে প্রোটিয়ার দল। তবে ইংল্যান্ডের সঙ্গে দুই ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ হয়েছে। হার কাটিয়ে সিরিজ জয়ের ধারায় ফিরতে মরিয়া দক্ষিণ আফ্রিকা। দলের ভারপ্রাপ্ত অধিনায়ক ডোনোভান ফেরেইরা বলেন,

“সম্প্রতি টি-টোয়েন্টি ফরম্যাটে আমরা ভালো খেলতে পারিনি। পাকিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে ঘুরে দাঁড়াতে চাই। কন্ডিশন আমাদের প্রতিকূলে থাকলেও ভালো ক্রিকেট খেলার জন্য আমরা প্রস্তুত। সিরিজ জয়ই আমাদের মূল লক্ষ্য।”

পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস। এছাড়া অনলাইনে ও মোবাইলেও ট্যাপম্যাডে ম্যাচ দেখা যাবে। বিভিন্ন আনঅফিসিয়াল অ্যাপের মাধ্যমে ক্রিকেট সমর্থকরা ফ্রিতে ম্যাচ উপভোগ করতে পারবেন।

 

নিফ্লা৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top