জাতীয় দলের সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ হাসপাতালে ভর্তি
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৫, ১২:৫৭
জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তার অসুস্থতার খবর নিশ্চিত করেছেন তার স্ত্রী জান্নাতুল কাওসার মিষ্টি।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে মিষ্টি ফেসবুকে একটি পোস্টে রিয়াদের অসুস্থতার তথ্য শেয়ার করেন। পোস্টে তিনি লিখেছেন, “আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, তখন তাকে পরীক্ষার মুখে ফেলেন। সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। আল্লাহ ভীষণ দয়ালু। তার জন্য দোয়া করবেন, আল্লাহুম্মা বারিক লাহু।”
মিষ্টি শেয়ার করা ছবিতে দেখা গেছে, হাসপাতালের বিছানায় শুয়ে আছেন রিয়াদ। তবে তার অসুস্থতার সঠিক কারণ এখনও জানা যায়নি।
তিনি আরও সবাইকে অনুরোধ করেছেন, “দয়া করে তার জন্য দোয়া করবেন।”
মাহমুদউল্লাহ রিয়াদ বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের কাছে অত্যন্ত প্রিয় একজন ক্রিকেটার, এবং তার দ্রুত সুস্থতার জন্য ভক্তরা দোয়া করছেন।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।