বৃহঃস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২

বাংলাদেশ ফুটবল দল প্রীতি ও বাছাই ম্যাচের জন্য আজ থেকে ক্যাম্প শুরু

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৫, ১৩:২০

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ফুটবল দল আজ থেকে ক্যাম্প শুরু করছে। আগামী ১৩ নভেম্বর আফগানিস্তানের পরিবর্তে নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ এবং ১৮ নভেম্বর ঢাকায় ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচকে সামনে রেখে এই ক্যাম্প আয়োজন করা হচ্ছে।

জাতীয় দলের ম্যানেজার আমের খান নিশ্চিত করেছেন, ইংল্যান্ড প্রবাসী তারকা ফুটবলার হামজা চৌধুরী আগামী ৯ নভেম্বর ঢাকায় এসে ক্যাম্পে যোগ দেবেন। ফুটবলারদের রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে রিপোর্ট করতে হবে।

আমের খান জানিয়েছেন, হংকংয়ের বিপক্ষে চূড়ান্ত স্কোয়াড নিয়েই কোচের নেতৃত্বে কাজ করা হবে। বর্তমানে ছুটি কাটাতে স্পেনে আছেন দলের কোচ হ্যাভিয়ের কাবরেরা, শিগগিরই তিনি দলের সঙ্গে যোগ দেবেন।

গত দুই হংকং ম্যাচে হলুদ কার্ড দেখার কারণে ইতালি প্রবাসী ফাহামিদুল ইসলাম ভারতের বিপক্ষে ম্যাচে খেলতে পারবেন না। তবে তিনি প্রীতি ম্যাচে অংশ নিতে পারবেন।

আরেক প্রবাসী তারকা শমিত সোম দেশে আসার বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। কানাডা প্রিমিয়ার লিগে তার দল কাভালরি এফসি ৩ নভেম্বর ম্যাচ খেলবে। নভেম্বর উইন্ডোতে আন্তর্জাতিক বিরতির আগে সেটিই শমিতদের শেষ ম্যাচ। এরপরই তিনি দেশে যোগ দিতে পারবেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top