তানজিদ হাসান তামিম ভাঙলেন নাঈমের রেকর্ড
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৫, ১৮:১৪
বাংলাদেশের ওপেনার তানজিদ হাসান তামিম ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৪৮ বলে ৬১ রান করে এক বছরের মধ্যে বাংলাদেশের সর্বোচ্চ রান করার রেকর্ড গড়েছেন।
চলতি বছরে তানজিদ ২৩ ইনিংসে ৬টি ফিফটির সাহায্যে মোট ৬২২ রান করেছেন। এর আগে এই রেকর্ডটি ধরে রেখেছিলেন ওপেনার মোহাম্মদ নাঈম। নাঈম ২০২১ সালে ২৬ ইনিংসে তিনটি ফিফটির মাধ্যমে ৫৭৫ রান করেছিলেন।
তালিকায় নাঈমের পরের অবস্থান অধিকার করে আছেন লিটন দাস। তিনি ২১ ইনিংসে ৪টি ফিফটির মাধ্যমে ৫৬৪ রান করেছেন। লিটন ২০২২ সালেও ৫০০-এর বেশি রান করেছিলেন; ওই বছর ১৪০.২০ স্ট্রাইক রেটে তিনি ৫৪৪ রান করেছিলেন। এছাড়া আফিফ হোসেনও ২০২২ সালে ৫০০ রান করেছিলেন, স্ট্রাইক রেট ছিল ১২৩.৭৬।
অন্যদিকে দেশের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম এবং সাকিব আল হাসান এক বছরে কখনো ৪০০ রানও করতে পারেননি। মুশফিক সর্বোচ্চ ৩৯৭ রান করেছিলেন ২০১৮ সালে, আর সাকিবের সর্বোচ্চ রান ৩৪৯, যা তিনি ২০২২ সালে করেছিলেন।
এই অর্জনের মাধ্যমে তানজিদ হাসান তামিম বাংলাদেশের টি-টোয়েন্টি ক্রিকেটে এক বছরের মধ্যে সর্বোচ্চ রান করার রেকর্ডের নতুন ধারক হয়ে উঠেছেন।
নিফ্লা৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।