ক্রিকেটার মাহমুদউল্লাহর জন্য দোয়া চাইলেন তার স্ত্রী
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৫, ১৪:১৩
 
                                        বাংলাদেশ জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। পরে পরীক্ষায় তার শরীরে ডেঙ্গু শনাক্ত হয়। বর্তমানে তিনি চিকিৎসকের পর্যবেক্ষণে আছেন এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিক্যাল বিভাগ।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হাসপাতালের বিছানায় ঘুমন্ত স্বামীর একটি ছবি প্রকাশ করেন মাহমুদউল্লাহর স্ত্রী জান্নাতুল কাউসার। পোস্টে তিনি লেখেন,
“আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, তখন বিপদ-আপদ দিয়ে পরীক্ষা করেন। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। আল্লাহ অনেক দয়ালু… আপনাদের প্রার্থনায় তাকে (মাহমুদউল্লাহ) রাখবেন।”
বিসিবির প্রধান চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী গণমাধ্যমকে জানান,
“জ্বর নিয়ে তিন-চার দিন আগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মাহমুদউল্লাহ। তবে এখন তার শারীরিক অবস্থা উন্নতির দিকে।”
৩৯ বছর বয়সী এই অভিজ্ঞ ক্রিকেটারের দ্রুত সুস্থতার জন্য ইতিমধ্যেই ভক্ত ও সতীর্থরা দোয়া ও শুভকামনা জানাচ্ছেন।
নিফ্লা৭১/ওতু
বিষয়:

 ভিডিও
                                        গ্যালারী
 ভিডিও
                                        গ্যালারী 
                     
                                     
                                     
                                     
                                     
                                    
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।