লিটন দাসের বিশ্বাস, জাকের আলি ক্যামব্যাক করবে

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১ নভেম্বর ২০২৫, ১২:১৫

সংগৃহীত

সর্বশেষ এশিয়া কাপের পর থেকেই ব্যাট হাতে দুঃসময়ে আছেন ডানহাতি ব্যাটার জাকের আলি অনিক। ক্যারিয়ারের শুরুতে আগ্রাসী ব্যাটিংয়ে নজর কাড়া এই ক্রিকেটার এখন রানের খরা থেকে বের হতে পারছেন না। ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে সর্বশেষ ১০ ম্যাচে কেবল একবার ৩০-এর ঘর পেরিয়েছেন তিনি, আর ৫ ম্যাচে আউট হয়েছেন এক অঙ্কের ঘরে।

গতকাল (শুক্রবার) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতেও ব্যাটে ব্যর্থ জাকের। ৩ বলে ৫ রান করে সাজঘরে ফেরেন তিনি, আর সেই সঙ্গে বাংলাদেশও হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে পারেনি।

তবে সতীর্থের এমন অফফর্মে হতাশ না হয়ে অধিনায়ক লিটন দাস বরং রাখছেন পূর্ণ আস্থা। ম্যাচ শেষে লিটন বলেন,“কামব্যাকের একটাই অপশন— সাহস রাখা, খুব একটা চিন্তিত না হওয়া। চিন্তিত হলে নেতিবাচক চিন্তাই বেশি আসবে। যদি ইতিবাচক চিন্তা আসে, তার জন্য খুবই ভালো।”

সতীর্থ জাকেরকে ফর্মে ফেরার পরামর্শও দিয়েছেন তিনি,“সবসময় বলব— নিজেকে ব্যাক করা, সময় দেওয়া এবং যে মানুষগুলো হেল্প করে সবসময় তাদের সঙ্গে ওঠাবসা করা। আমার মনে হয় সে শিগগিরই কামব্যাক করবে, ভালোভাবেই কামব্যাক করবে।”

দলের সামগ্রিক পারফরম্যান্স নিয়ে লিটনের বিশ্লেষণ,“যে প্লেয়াররা দলে খেলেছে, সবাই পরীক্ষিত। এমন ২–১টা সিরিজ যেতেই পারে। একটা খেলোয়াড়ের ৫–৬টা ম্যাচ খারাপ যেতেই পারে, এর মানে এই না যে সে খারাপ খেলোয়াড়। সবাই জানে কোথায় উন্নতি করতে হবে। বারবার খেলোয়াড় পরিবর্তন করলেও ফলাফল একই থাকবে। যারা অনেকদিন ধরে খেলছে তাদের নিয়ে আরেকটু এগোলে ফলাফল ভালো হওয়ার সম্ভাবনা বেশি।”

ব্যাটারদের স্কিল উন্নয়নের বিষয়েও গুরুত্বারোপ করেন বাংলাদেশ অধিনায়ক।

“আপনার স্কিল যত উন্নতি হবে ততই ভালো। কখন কাজে লাগাবেন সেটা আপনার ওপর। অবশ্যই ব্যাটারদের স্কিল বাড়াতে হবে, সব ধরনের শট খেলতে হবে। হাতেগোনা ক’জন ব্যাটারই সুইপ–রিভার্স সুইপ খেলে। বিশ্ব ক্রিকেট অনেক এগিয়ে গেছে, আমরা সেখানে পিছিয়ে আছি। এই জায়গাগুলোতে কাজ করতে হবে।”

সিরিজ হারের হতাশা থাকলেও, অধিনায়ক লিটনের চোখ এখন দলের আত্মবিশ্বাস ও ব্যাটিং দক্ষতা পুনরুদ্ধারে— বিশেষ করে অফফর্মে থাকা জাকের আলির দ্রুত প্রত্যাবর্তনের আশায়।

 

নিফ্লা৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top