বাবর আজমের বিশ্বরেকর্ড! রোহিত শর্মাকে টপকে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১ নভেম্বর ২০২৫, ১৪:০৭

সংগৃহীত

নতুন টি-টোয়েন্টি কিং হলেন বাবর আজম! পুরুষদের টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে ইতিহাস গড়েছেন পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজম। তিনি পেছনে ফেলেছেন ভারতের রোহিত শর্মাকে।

গাদ্দাফি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে এই বিশ্বরেকর্ডে পৌঁছান বাবর। ৪,২২৩ রান নিয়ে শুরু করে তাঁর প্রয়োজন ছিল মাত্র ৯ রান।

অবশেষে ইনিংসের ১২তম ওভারের প্রথম বলে এক রান নিয়ে তিনি নাম লেখান নতুন ইতিহাসে। বর্তমানে তাঁর রান ৪২৩২, যা রোহিত শর্মার ৪২৩১ রানকে টপকে গেছে। বিরাট কোহলি আছেন ৩ নম্বরে।

ডিসেম্বরে একই প্রতিপক্ষের বিপক্ষে অ্যাওয়ে সিরিজের পর এই ফরম্যাটে বাবর আর ছিলেন না। টি-টোয়েন্টি বিশ্বকাপে তরুণদের সুযোগ দিতে এশিয়া কাপেও তিনি দলের বাইরে ছিলেন। তবে প্রথম ম্যাচে শূন্য রানে আউট হওয়ার হতাশা ভুলে লাহোরে তিনি দেখালেন, কেন তিনি বিশ্বের অন্যতম সেরা



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top