বৃহঃস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২

ক্রীড়া ফেডারেশন ও অ্যাসোসিয়েশনে যৌন হয়রানি প্রতিরোধ কমিটি গঠন বাধ্যতামূলক

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৫, ১৭:৫০

সংগৃহীত

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে), বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)সহ দেশের সকল ক্রীড়া ফেডারেশন ও অ্যাসোসিয়েশনকে যৌন হয়রানি প্রতিরোধে পাঁচ সদস্যের কমিটি গঠন করার নির্দেশ দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। বৃহস্পতিবার ক্রীড়া পরিষদ এই নির্দেশনা জারি করেছে।

নির্দেশনার আওতায় প্রতিটি কমিটিতে অন্তত তিনজন নারী সদস্য থাকতে হবে এবং কমিটি গঠন করে আগামী ১৯ নভেম্বরের মধ্যে জাতীয় ক্রীড়া পরিষদে পাঠাতে হবে।

ক্রীড়া পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে, নারী ও ক্রীড়াবিদদের যৌন হয়রানি প্রতিরোধে ২০০৯ সালে উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে যৌন হয়রানি প্রতিকার ও প্রতিরোধ সংক্রান্ত নীতিমালা প্রণয়ন করা হয়েছে। ওই নীতিমালার ভিত্তিতে ক্রীড়া ক্ষেত্রেও কমিটি গঠন বাধ্যতামূলক করা হয়েছে।

নির্দেশনার মধ্যে বলা হয়েছে, যদি কেউ হয়রানির শিকার হন, তিনি প্রথমে নিজ ফেডারেশনের কমিটিতে অভিযোগ করতে পারবেন। যদি অভিযোগ তদন্ত বা সমাধান না হয়, তবে ক্রীড়া পরিষদের নিকট পুনরায় অভিযোগ করতে পারবেন।

এর আগে বাংলাদেশের নারী ক্রিকেটার জাহানারা আলম বিসিবির সাবেক নির্বাচক ও টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছিলেন। তার অভিযোগের পর আরও নারী ক্রিকেটার অনৈতিক সুবিধা ও হয়রানির অভিযোগ করেছেন। একইভাবে বাংলাদেশ নারী ফুটবলার এবং অন্যান্য ক্রীড়া ক্ষেত্র থেকেও যৌন হয়রানির অভিযোগ উঠেছে। বিসিবি ইতিমধ্যে জাহানারার অভিযোগ তদন্তের জন্য একটি কমিটি গঠন করেছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top