নিজের পছন্দের সর্বকালের সেরা একাদশ জানালেন হামজা
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৫, ১০:৪৭
বর্তমানে দেশের ক্রীড়াঙ্গনের সবচেয়ে আলোচিত নাম হামজা চৌধুরী। তাঁর আগমনে যেন নতুন প্রাণ ফিরে পেয়েছে দেশের ফুটবল। হামজা–শমিত–জায়ান–ফাহমিদুল–কিউবাদের উত্থানে ফুটবলপ্রেমীদের মধ্যে ফিরেছে নতুন উচ্ছ্বাস। সেই হামজাই এবার জানালেন নিজের পছন্দের সর্বকালের সেরা 'ড্রিম টিম'।
হামজা তাঁর স্বপ্নের একাদশ সাজিয়েছেন জনপ্রিয় ৪-৩-৩ ফরমেশনে। দলের কোচ হিসেবে বেছে নিয়েছেন আধুনিক ফুটবলের কৌশলবিদ পেপ গার্দিওলাকে। আর গোলবার সামলানোর দায়িত্ব দিয়েছেন জার্মান কিংবদন্তি ম্যানুয়েল নয়ারকে।
ডান দিক থেকে শুরু করে রক্ষণে রেখেছেন দানি আলভেজ, পাওলো মালদিনি, ভার্জিল ভ্যান ডাইক ও রবার্তো কার্লোস। অভিজ্ঞতা, শক্তি ও গতির নিখুঁত সমন্বয়ে এই ব্যাকলাইন সাজিয়েছেন হামজা।
তাঁর মিডফিল্ডে জায়গা পেয়েছেন তিন মহাতারকা জিনেদিন জিদান, আন্দ্রেস ইনিয়েস্তা এবং এন'গোলো কান্তে। সৃজনশীলতা, নিয়ন্ত্রণ আর পরিশ্রম সবই পাওয়া যায় এই ত্রয়ীর মাঝে।
হামজা আক্রমণভাগ সাজিয়েছেন বিশ্বের তিন সেরা ফরোয়ার্ডকে নিয়ে ডান প্রান্তে ক্রিশ্চিয়ানো রোনালদো, বাম প্রান্তে লিওনেল মেসি এবং সামনে মূল স্ট্রাইকার হিসেবে রোনালদো নাজারিও।
ফরমেশন: ৪-৩-৩ কোচ: পেপ গার্দিওলা, গোলরক্ষক: ম্যানুয়েল নয়ার, রক্ষণ: দানি আলভেজ, পাওলো মালদিনি, ভার্জিল ভ্যান ডাইক, রবার্তো কার্লোস, মধ্যমাঠ: জিনেদিন জিদান, আন্দ্রেস ইনিয়েস্তা, এন’গোলো কান্তে, আক্রমণ: ক্রিশ্চিয়ানো রোনালদো, লিওনেল মেসি, রোনালদো নাজারিও
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।